ঢাকা, সোমবার, ৩ জুন ২০২৪, ২০ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৫ জিলকদ ১৪৪৫

আলোকিত প্রাণের প্রতিনিধি সায়মা ওয়াজেদ পুতুল

প্রকাশনার সময়: ০৯ ডিসেম্বর ২০২২, ১৭:৩৭

বাংলাদেশ রাষ্ট্রের প্রতিষ্ঠাতা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার সমকালীন বৈশ্বিক রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় এক মহান উক্তি করেছিলেন যে, ‘বিশ্ব আজ দুই শিবিরে বিভক্ত; শোষক আর শোষিত। আমি শোষিতের পক্ষে।’

মাতামহের অমোঘ চেতনায় স্নাত অরুন প্রাতের তরুণদের অনুকরণীয় ব্যক্তিত্ব মহতী মানবসত্তা বঙ্গবন্ধুর সুযোগ্য দৌহিত্রী (নাতনি), সুখি, সমৃদ্ধ, উদার মানবতাবাদি অসাম্প্রদায়িক সোনার বাংলাদেশের জাজ্বল্যমান প্রতিচ্ছবি বিশ্ববিখ্যাত অটিজম বিশেষজ্ঞ শ্রদ্ধাভাজন সায়মা ওয়াজেদ পুতুলের আজ ৫০তম জন্মদিন।

মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা প্রাণের নেত্রী দেশরত্ন শেখ হাসিনা ও বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ড. ওয়াজেদ মিয়ার একমাত্র কন্যা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অটিজম বিশেষজ্ঞ সায়মা ওয়াজেদ পুতুল ১৯৭২ সালের ৯ ডিসেম্বর তারিখে জন্ম গ্রহণ করেন।

সারা বিশ্বে অটিস্টিক (বিশেষ চাহিদা সম্পন্ন) শিশুর অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছেন আলোকিত প্রাণের প্রতিনিধি সায়মা ওয়াজেদ পুতুল।

তিনি ২০১৩ সালের জুন মাস থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানসিক স্বাস্থ্যের ওপর বিশেষজ্ঞ প্যানেলের একজন সদস্য নির্বাচিত হয়েছেন। এছাড়া আন্তর্জাতিক অঙ্গনে তিনি একজন স্বীকৃতিপ্রাপ্ত মনোবিজ্ঞানী। সায়মা ওয়াজেদ আমেরিকার ব্যারি বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯৭ সালে মনোবিজ্ঞান বিষয়ে স্নাতক ডিগ্রি, ২০০২ সালে ক্লিনিক্যাল সাইকোলজির ওপর স্নাতকোত্তর ডিগ্রি এবং ২০০৪ সালে স্কুল সাইকোলজির ওপর বিশেষজ্ঞ ডিগ্রি লাভ করেন। বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের সময় তিনি বাংলাদেশের নারী উন্নয়নের ওপর গবেষণা করেন।

এ বিষয়ে তার গবেষণাকর্ম ফ্লোরিডার একাডেমি অব সায়েন্স শ্রেষ্ঠ সায়েন্টিফিক উপস্থাপনা হিসেবে স্বীকৃতি দেয়। তিনি ২০০৮ সাল থেকে শিশুদের অটিজম ও স্নায়বিক জটিলতা সংক্রান্ত বিষয়ের ওপর কাজ করছেন। প্রথমে নিজের দেশ বাংলাদেশে কাজ করেন এবং পরে জাতিসংঘ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থায় কাজ করেছেন। ২০১৪ সালের সেপ্টেম্বরে বিশ্ব স্বাস্থ্য সংস্থা তাকে জনস্বাস্থ্য বিষয়ে ‘হু অ্যাক্সিলেন্স’ অ্যাওয়ার্ডে ভূষিত করে। তিনি ২০১১ সালে ঢাকায় অটিজমবিষয়ক প্রথম দক্ষিণ এশীয় সম্মেলনের আয়োজন করেছিলেন। ২০১৬ সালে সায়মা ওয়াজেদ প্রতিবন্ধী ব্যক্তিদের ডিজিটাল ক্ষমতায়নের জন্য ইউনেস্কোর আন্তর্জাতিক জুরি বোর্ডের সম্মানিত সভাপতি নির্বাচিত হন। সায়মা ওয়াজেদ পুতুল মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান অটিজম স্পিকসের পরামর্শক হিসেবেও কাজ করে যাচ্ছেন। তার উদ্যোগে ২০১১ সালে ঢাকায় প্রথম বারের মতো অটিজম বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

সারা বিশ্বে অটিস্টিক শিশুর অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছেন বঙ্গবন্ধুর দৌহিত্রী(নাতনি) মেধা মননের অনবদ্য প্রাণসত্তা শ্রদ্ধাভাজন সায়মা ওয়াজেদ পুতুলের ৫০তম জন্মবার্ষিকীতে জানাই প্রাণসিক্ত শ্রদ্ধা, ভালোবাসা ও প্রাণঢালা শুভেচ্ছা।

পরিশেষে এক সময়ের জনপ্রিয় বাংলা ব্যান্ড মাইলসের একটি গানের কিছু পঙক্তি উৎসর্গ করছি বৈশ্বিকভাবে বাংলা ও বাঙালির অগ্রযাত্রার অদম্য স্বপ্নচারিনী বঙ্গবন্ধুর নাতনি সায়মা ওয়াজেদ পুতুলকে, ‘আজকের জোছনাটা আরো সুন্দর সন্ধ্যাটা আগুন লাগা,

আজকের পৃথিবী তোমার জন্য

ভোরে থাকা ভালো লাগায়

মুখরিত হবে দিন গানে গানে

আগামীর সম্ভাবনায়,

তুমি এই দিনে পৃথিবীতে এসেছ

শুভেচ্ছা তোমায়,

তাই অনাগত ক্ষণ হোক আরো সুন্দর

উচ্ছ্বল দিন কামনায়

আজ জন্মদিন তোমার’

লেখক : সাবেক সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।

নয়া শতাব্দী/জেআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ