ঢাকা, সোমবার, ১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১, ৪ জিলকদ ১৪৪৫

আকসা মসজিদে বছরের শেষ ফজর নামাজে মুসল্লিদের ভিড়

প্রকাশনার সময়: ৩১ ডিসেম্বর ২০২২, ১৩:১৯

মুসলমানদের প্রথম কিবলা আকসা মসজিদে বছরের শেষ ফজর নামাজে ছিল উপচে পড়া ভিড়।

শুক্রবার (৩০ ডিসেম্বর) অনুষ্ঠিত শেষ জুমার নামাজসহ সব নামাজে উপস্থিত ছিলেন হাজারো মুসল্লি। শহরের অন্যান্য মসজিদেও ফজরের জামাতে মুসল্লিদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। নারী, পুরুষ ও শিশু মুসল্লিদের উপস্থিতিতে সজীব হয়ে ওঠে মসজিদ প্রাঙ্গণ।

আল-জাজিরা সূত্রে জানা যায়, ফিলিস্তিনের অধিককৃত জেরুজালেম শহরে মুসল্লিদের প্রবেশকালে বিধি-নিষেধ আরোপ করে ইসরায়েলের দখলদার বাহিনী। কঠোর প্রহরায় আল-আকসা মসজিদে আসা মুসল্লিদের তল্লাশি করা হয়। বিশেষত ৪০ বছরের কম বয়সি মুসল্লিদের মসজিদে প্রবেশে বাধা দেওয়া হয়।

এদিকে নাবলুস শহরের মসজিদগুলোতেও উপস্থিতি ছিল অনেক বেশি। মসজিদে উপস্থিত হাজারো মুসল্লিদের মধ্যে শৃঙ্খলা তৈরির জন্য কাজ করেন স্বেচ্ছ্বাসেবকরা। এ সময় তাদের মধ্যে খেজুর, গরম চা, হালুয়াসহ নানা ধরনের মিষ্টান্ন খাবার বিতরণ করা হয়।

সূত্র : আল-জাজিরা

নয়া শতাব্দী/আরআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ