ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫

ইন্টার্ন ও ট্রেইনি চিকিৎসকদের কর্মবিরতির ডাক 

প্রকাশনার সময়: ২৩ মার্চ ২০২৪, ১৭:৩১

পোস্ট গ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসকরা নয় মাসের বকেয়া বেতনের দাবিতে টানা কর্মসূচি পালন করছেন। এবার তাদের সঙ্গে আন্দোলনে নেমেছেন ইন্টার্ন চিকিৎসকরাও। এবার ভাতা বৃদ্ধি, বকেয়া ভাতা পরিশোধসহ চার দফা দাবিতে ৪৮ ঘণ্টার কর্মবিরতি ঘোষণা করেছেন তারা।

পূর্বঘোষিত চার দফা দাবিতে শনিবার (২৩ মার্চ) কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন পোস্ট গ্র্যাজুয়েট ও ইন্টার্ন চিকিৎসকরা। কর্মসূচি শেষে পোস্ট গ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. জাবির হোসেন ও সাধারণ সম্পাদক ডা. মো. নুরুন্নবী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইন্টার্ন চিকিৎসক এবং পোস্টগ্র্যাজুয়েট প্রাইভেট চিকিৎসকদের বকেয়াসহ ভাতা পরিশোধ এবং ভাতা বৃদ্ধির দাবিতে আজ ২৩ মার্চ শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ হয় এবং দাবির পরিপ্রেক্ষিতে স্বাস্থ্যমন্ত্রী আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন। এই ৪৮ ঘণ্টা (২৪ এবং ২৫ মার্চ) দেশের সকল ট্রেইনি চিকিৎসক এবং ইন্টার্ন চিকিৎসক (ইর্মাজেন্সি এবং ক্যাসুয়ালিটি ডিউটি ছাড়া) সবধরনের ডিউটি থেকে কর্মবিরতিতে যাচ্ছে।

এর আগে কর্মসূচিতে অংশ নিয়ে চিকিৎসকরা তাদের দাবি-দাওয়া তুলে ধরেন। দাবির মধ্যে রয়েছে, পোস্টগ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসকদের মাসিক ভাতা ৫০ হাজার এবং ইন্টার্ন চিকিৎসকদের মাসিক ভাতা ৩০ হাজার করতে হবে। এফসিপিএস, রেসিডেন্ট, নন-রেসিডেন্ট চিকিৎসকদের বকেয়া ভাতা পরিশোধ করতে হবে। বিএসএসএমইউয়ের অধীন ১২ প্রাইভেট প্রতিষ্ঠানের রেসিডেন্ট এবং নন-রেসিডেন্ট চিকিৎসকদের ভাতা পুনরায় চালু করতে হবে এবং চিকিৎসক সুরক্ষা আইন সংসদে পাস ও বাস্তবায়ন করতে হবে।

কর্মসূচির এক এক পর্যায়ে আন্দোলনকারী চিকিৎসকরা শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লালের সাথে সাক্ষাৎ করে নিজেদের দাবি-দাওয়ার কথা জানান। জবাবে মন্ত্রী দ্রুত সময়ে মধ্যে তাদের সমস্যা সমাধানের আশ্বাস দেন।

নয়াশতাব্দী/একে

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ