ঢাকা, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলকদ ১৪৪৫

আসছে ৭০ হাজার শিক্ষক নিয়োগ, অক্টোবরে বিজ্ঞপ্তি

প্রকাশনার সময়: ০৩ সেপ্টেম্বর ২০২২, ০৬:০৩ | আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২২, ০৮:২২

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এবার প্রায় ৭০ হাজার শূন্য পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে যাচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আগামী অক্টোবরের শেষ সপ্তাহে গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। শূন্য পদগুলোর অনুমোদন ও গণবিজ্ঞপ্তি প্রকাশের অনুমতি চেয়ে সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। এবার আবেদন ফিও কমিয়ে আনা হচ্ছে। অনলাইন আবেদন পদ্ধতি সহজ করাসহ নানান সুবিধা পাবেন নতুন আবেদনকারীরা।

এ প্রসঙ্গে এনটিআরসিএ সচিব ওবায়দুর রহমান বলেন, সংখ্যা ঠিক ৭০ হাজারই, এমন নয়। গতবছর আমরা ৫৪ হাজার শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছিলাম। এবার সংখ্যাটা আরো বাড়বে। কারণ, অনেকদিনের গ্যাপের কারণে শূন্য পদের সংখ্যা বেড়েছে।

সচিব আরো বলেন, আমরা অক্টোবরের মধ্যে বিজ্ঞপ্তি দেয়ার চেষ্টা করছি। মাউশির কাছে তথ্য পাঠাব। এরপর দেখি তারা কত দ্রুত জবাব দেয়, এর ওপর নির্ভর করছে বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ।

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ