ঢাকা, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলকদ ১৪৪৫

আগামীকাল রাবির ‘সি’ ইউনিটের ফল প্রকাশ 

প্রকাশনার সময়: ০১ আগস্ট ২০২২, ২১:৪৯

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক প্রথমবর্ষের ‘সি’(বিজ্ঞান) ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল আগামীকাল মঙ্গলবার (২ আগস্ট) দুপুর ১২টায় প্রকাশিত হবে।

সোমবার (১ আগস্ট) বেলা ১১টার সময় ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ বিষয়ের মিটিংয়ে বিজ্ঞান অনুষদের অধিকর্তা (ডিন) অধ্যাপক শাহেদ জামান এ কথা বলেন।

তিনি বলেন, ‘সি’ ইউনিটের ফলাফল আজ প্রকাশিত হওয়ার কথা থাকলেও তা প্রকাশিত হয়নি। মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে যে, ফলাফল প্রকাশে যেন কোনো ভুল না হয়। ফলাফল আবার পুনঃপরীক্ষা করা হবে। আগামীকাল দুপুর ১২টায় ফলাফল প্রকাশিত হবে।

প্রসঙ্গত, রাবিতে ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা গত ২৫ জুলাই অনুষ্ঠিত হয়। ‘সি’ ইউনিটে ১৫৫৮টি আসনের বিপরীতে চূড়ান্ত আবেদন করেছিল ৭২ হাজার ৪১০ জন ভর্তিচ্ছু। চার শিফটের এই পরীক্ষায় উপস্থিতির হার ছিল ৮৮ শতাংশ।

নয়া শতাব্দী/এমএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ