ঢাকা, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলকদ ১৪৪৫

ইবির ৬০ শতাংশ আসনই ফাঁকা

প্রকাশনার সময়: ১০ ফেব্রুয়ারি ২০২২, ২০:৩৭ | আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২২, ২০:৪৬

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের তৃতীয় মেধাতালিকার ভর্তি কার্যক্রম শেষে ৬০ দশমিক ৬২ শতাংশ আসন খালি রয়েছে। তিন ইউনিটে ২ হাজার ৯৫টি আসনের বিপরীতে ভর্তি হয়েছেন ৮২৫ জন। ফলে এখনো ১ হাজার ২৭০ আসন খালি রয়েছে।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেল সূত্রে জানা গেছে, বিজ্ঞান অনুষদভূক্ত ‘এ’ ইউনিটে ৫৫০টি আসনের মধ্যে ২৭৪টি, কলা ও সামাজিক অনুষদভূক্ত ‘বি’ ইউনিটে ১০৯৫টি আসনের মধ্যে ৭৪৬টি এবং বাণিজ্য অনুষদভূক্ত ‘সি’ ইউনিটে ৪৫০টি আসনের মধ্যে ২৫০টি আসন ফাঁকা রয়েছে।

পরবর্তী মেধা তালিকার বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক প্রফেসর ড. আহসান-উল-আম্বিয়া বলেন, ‘খালি আসনগুলো পূরণের ব্যপারে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে পদক্ষেপ নেওয়া হচ্ছে।’

বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. মাহবুবুর রহমান বলেন, ‘পুরো ডাটা নিয়ে কাজ চলছে। কয়েকদিনের মধ্যে ওয়েবসাইটে নতুন করে মেধাতালিকা প্রকাশিত হবে।’

নয়া শতাব্দী/জেআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ