ঢাকা, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলকদ ১৪৪৫

আমার পরিচয় আমি ছাত্রলীগ কর্মী : সাদ্দাম

প্রকাশনার সময়: ২১ ডিসেম্বর ২০২২, ১৯:২৪ | আপডেট: ২১ ডিসেম্বর ২০২২, ১৯:৩০

ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজা) নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ছাত্রলীগের কেন্দ্রীয় নতুন কমিটির সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।

বুধবার (২১ ডিসেম্বর) বিকালে টিএসসিস্থ সমিতির কার্যালয়ে সমিতির সদস্যদের সাথে সাক্ষাৎ করে মতবিনিময় করেন তারা। এসময় সাংবাদিক সমিতির সভাপতি মামুন তুষার ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রুবেলসহ সমিতির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

নতুন কমিটির সভাপতি সাদ্দাম হোসেন স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার স্বপ্নের স্মার্ট বাংলাদেশ গড়তে আমরা কাজ করে যাবো। এ দেশ থেকে স্বাধীনতা বিরোধী অপশক্তিকে মূলৎপাটনে সবসময় দৃঢ় অবস্থান থাকবে। বাংলাদেশ ছাত্রলীগের কর্মী এটাই আমাদের সবচেয়ে বড় পরিচয়।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার উপযোগী দক্ষ মানুষ আমরা হতে চাই। ছাত্রলীগে অংশীদারিত্বমূলক নেতৃত্ব প্রতিষ্ঠিত হোক সেটিই আমরা চাই। কেন্দ্রীয় নির্বাহী সংসদকে কার্যকর করার বিষয়টি নিয়ে আমরা কাজ করবো। দায়িত্বকে যদি আমরা আরও বেশি বিকেন্দ্রীকরণ করতে পারি তাহলে সংগঠন আরও বেশি গতিশীল হবে বলে আমরা মনে করি। সাংগঠনিক জবাবদিহীতা থাকবে, কেন্দ্র এবং তৃণমূলের কর্মীদের মধ্যে সম্পর্ক দৃঢ় হবে।

সাধারণ সম্পাদক ইনান বলেন, বাংলাদেশ ছাত্রলীগের সকল ইউনিটের সকল ভালো কাজের অংশীদার যেমন আমরা তেমনি সকল খারাপ কাজের দায়ভারও আমাদের দুইজনের। বঙ্গবন্ধু কন্যা আমাদের এই ভার দিয়েছেন সেটি আমাদের গ্রহণ করে চলতে হবে। গঠনতন্ত্র মেনে এবং বিতর্কমুক্ত ছাত্রলীগ উপহার দিতে আমরা সর্বোচ্চ চেষ্টা করব। এ ক্ষেত্রে আমরা সাংবাদিকদের সর্বোচ্চ সহযোগিতা কামনা করছি। আমাদের দায়িত্ব থাকাকালীন সাংবাদিকদের পেশাদারী কাজে যাতে কোনো হস্তক্ষেপ বা কোন প্রকার অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে এ ব্যাপারে আমরা শতভাগ নিশ্চয়তা দিচ্ছি। আমরা আমাদের নেতাকর্মীদের কাছে এই বিষয়ে কঠোর নির্দেশনা দিচ্ছি যাতে সকলে সুশৃঙ্খল রাজনীতির চর্চা করেন।

সৌজন্যে সাক্ষাৎ শেষে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম ও সাধারণ সম্পাদক ইনান তাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে সাংবাদিক সমিতির সদস্যদের সহযোগিতা কামনা করেন। পেশাদারি কাজে যাতে কোন প্রকার অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে তার পূর্ণ নিশ্চয়তা দেয়ার প্রতিশ্রুতি দেন তারা।

সমিতির পক্ষ থেকে সভাপতি মামুন তুষার ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রুবেল নবাগত নেতাদের শুভেচ্ছা জানান। পেশাদারি দায়িত্ব ঠিকভাবে পালন ও নিরাপদ শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস তৈরিতে ছাত্রলীগের সৌহার্দ্যপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

সভাপতি মামুন তুষার বলেন, শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয় পুরো বাংলাদেশে শিক্ষার্থী বান্ধব পরিবেশ তৈরিতে ছাত্রলীগ ও সাংবাদিকদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক খুব জরুরি। সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে আপনাদের সহযোগিতা করার আহ্বান জানাই।

নয়াশতাব্দী/এমএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ