ঢাকা, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলকদ ১৪৪৫

এসএমই পণ্য মেলায় বিক্রি ১২ কোটি টাকা

প্রকাশনার সময়: ১১ ডিসেম্বর ২০২২, ১৩:৫৩

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শিল্প মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে ১০ম জাতীয় এসএমই পণ্য মেলা অনুষ্ঠিত হয়েছে। গত ২৪ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত এই মেলা হয় । এসএমই ফাউন্ডেশন জানিয়েছে, এবারের মেলায় ১২ কোটি ১৫ লাখ টাকার পণ্য বিক্রি হয়েছে। এ ছাড়া বিক্রেতারা ১৯ কোটি ৩৬ লাখ টাকা মূল্যের পণ্য ডেলিভারির অর্ডার পেয়েছেন।

এর আগে নবম জাতীয় এসএমই মেলায় পণ্য বিক্রি হয়েছে ১০ কোটি টাকার। আর বিক্রেতারা পণ্য সরবরাহের ক্রয়াদেশ পেয়েছিলেন ১৭ কোটি টাকার। সেই হিসেবে চলতি বছর বিক্রি বেড়েছে ২ কোটি ১৫ লাখ টাকা। আর ক্রয়াদেশ বেড়েছে ২ কোটি ৩৬ লাখ টাকা।

এসএমইএ ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. মফিজুর রহমান বলেন, অন্যান্য বছরের মতো এবারও মেলা থেকে অভাবনীয় সাফল্য এসেছে। বাজারে এখন সব জিনিসের দাম বেশি। এরপরও এ মেলায় প্রচুর বিক্রি হয়েছে। ক্রয়াদেশও পাওয়া গেছে গতবারের তুলনায় বেশি। এবার সবচেয়ে বেশি বিক্রি হয়েছে চামড়াজাতীয় পণ্য। দ্বিতীয় সর্বোচ্চ বিক্রি হয়েছে পাটজাতীয় পণ্য।

নয়াশতাব্দী/এফআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ