ঢাকা, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলকদ ১৪৪৫

বাড়লো স্বর্ণের দাম

প্রকাশনার সময়: ১২ নভেম্বর ২০২২, ২১:০২

দেশের বাজারেও বেড়েছে স্বর্ণের দাম। বিশ্ববাজারে স্বর্ণের দাম বেড়েছে, এমন ঘোষণার সাথে সাথেই দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানো হলো। আগামীকাল রোববার (১৩ নভেম্বর) থেকে সোনার নতুন দাম কার্যকর করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

ভালোমানের স্বর্ণের দাম প্রতি ভরি দুই হাজার ৩৩২ টাকা বাড়ানো হয়েছে। এতে ভালোমানের প্রতি ভরি স্বর্ণ ৮২ হাজার ৪৬৪ টাকা নির্ধারণ করা হয়েছে।বাজুস জানায়, প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম পড়বে ৮২ হাজার ৪৬৪ টাকা, যা আগে ছিল ৮১ হাজার ২৯৮ টাকা।

২১ ক্যারেট স্বর্ণ প্রতি ভরি ৭৮ হাজার ৭৩২ টাকায় বিক্রি হবে। ভরি প্রতি বাড়ানো হয়েছে ১ হাজার ১৩৫ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ৬৭ হাজার ৪৭৬ টাকায় বিক্রি হবে।

সনাতনি স্বর্ণের দাম ভরিতে ৩৬৮ টাকা বাড়িয়ে ৫৫ হাজার ৫২০ টাকা নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিল ৫৫ হাজার ১৫২ টাকা।

তবে অপরবর্তিত রয়েছে রূপার দাম। ২২ ক্যারেটের প্রতি ভরি রূপার দাম এক হাজার ৫১৬ টাকা, ২১ ক্যারেটের রূপার দাম এক হাজার ৪৩৫ টাকা, ১৮ ক্যারেট রূপার দাম এক হাজার ২২৫ টাকা এবং সনাতনি প্রতি ভরি রূপার দাম ৯৩৩ টাকা অপরিবর্তিত আছে।

এর আগে বিশ্ববাজারে বাড়ানো হয় স্বর্ণের দাম। মাত্র এক সপ্তাহের ব্যবধানে বিশ্ববাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম প্রায় ১০০ ডলার বেড়েছে, যা গত তিন মাসের মধ্যে সর্বোচ্চ।

নয়া শতাব্দী/জেআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ