ঢাকা, সোমবার, ৩ জুন ২০২৪, ২০ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৫ জিলকদ ১৪৪৫
রেমিট্যান্সের পালে হাওয়া

১০ দিনে এসেছে ৮১৩ মিলিয়ন ডলার

প্রকাশনার সময়: ১১ আগস্ট ২০২২, ২৩:৩০

দেশে মার্কিন ডলারের তীব্র সংকট চলছে। হু হু করে বাড়ছে ডলারের দাম। বিপরীতে কমছে টাকার মান। উদ্ভূত পরিস্থিতিতে রেমিট্যান্স আনতে নানা ছাড় ও সুবিধা দেয়ার পর ইতিবাচক সাড়া মিলছে।

চলতি আগস্ট মাসের প্রথম ১০ দিনে ৮১ কোটি ১৩ লাখ (৮১৩ মিলিয়ন) মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে দেশে। বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ৯৬ টাকা ধরে) এর পরিমাণ ৭ হাজার ৮০৪ কোটি টাকা।

বৃহস্পতিবার (১২ আগস্ট) বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

বর্তমানে মার্কিন এক ডলার রেমিট্যান্সের বিপরীতে ব্যাংক ৯৬ থেকে ৯৮ টাকা দিচ্ছে। সাথে যোগ হচ্ছে সরকারের আড়াই শতাংশ প্রণোদনা। সব মিলিয়ে ১০০ টাকার মতো। কিন্তু খোলা বাজারে ডলার ১১৮ থেকে ১২০ টাকা বিক্রি হচ্ছে।

এদিকে গত জুলাইয়ে প্রবাসীরা ২০৯ কোটি ৬৯ লাখ মার্কিন ডলারের সমপরিমাণ বৈদেশিক মুদ্রা দেশে পাঠিয়েছেন। স্থানীয় মুদ্রায় বর্তমান বিনিময় হার অনুযায়ী এ অর্থের পরিমাণ প্রায় ২০ হাজার কোটি টাকা।

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ