ঢাকা, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলকদ ১৪৪৫

জেসিআই ঢাকা হেরিটেজের নতুন কমিটি

প্রকাশনার সময়: ২০ ডিসেম্বর ২০২২, ১৫:৪৭

জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) ঢাকা হেরিটেজ চ্যাপ্টারের পরিচালনা কমিটি-২০২৩ ঘোষণা করা হয়েছে।

সম্প্রতি রাজধানীর বনানীর জেসিআই বাংলাদেশের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় এই এক্সিকিউটিভ কমিটি গঠন করা হয়।

সভায় নির্ধারিত আসন্ন বছরের কার্যনির্বাহী কমিটিতে রাসেল আহমেদকে লোকাল প্রেসিডেন্ট করা হয়েছে। এছাড়া আইপিএলপি মো. ফজলে মুনিম, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট নাবিলা শারমিন, ভাইস প্রেসিডেন্ট মো. মোস্তাফিজুর রহমান খান, সেক্রেটারি জেনারেল মো. আতেফ আমের সৌমিক, ট্রেজারার মারুফা জাহান, জেনারেল লিগ্যাল কাউন্সিল আহসানুল হক আদনান, ডিরেক্টর হিসেবে আছেন আলী আব্দুল্লাহ, মো. শাহরুখ শাহীদ, গাজী সানি ইসনাইন, আবু বকর সিদ্দিক ইউশা এবং চ্যাপ্টার অ্যাডভাইসার মো. আব্দুল্লাহ আল আমীন (এফসিএ)।

বিদায়ী প্রেসিডেন্ট মো. ফজলে মুনিম বলেন, গত বছরের বিভিন্ন কাজে অংশগ্রহণ, নিয়মানুবর্তিতা, সাংগঠনিক মেধা ও যোগ্যতার ভিত্তিতে আগত বছরের কমিটি গঠন করা হয়েছে ও দায়িত্ব বণ্টন করা হয়েছে।

নবনির্বাচিত প্রেসিডেন্ট রাসেল আহমেদ বলেন, আসন্ন বছরে বাংলাদেশের ক্ষুদ্র উদ্যোক্তাদের প্রযুক্তি উন্নয়নের বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে জেসিআই ঢাকা হেরিটেজ বিশেষ ভূমিকা রাখবে।

নয়াশতাব্দী/এফআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ