ঢাকা, রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলকদ ১৪৪৫

নান্দাইলে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

প্রকাশনার সময়: ২১ মে ২০২২, ২৩:১৩

দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত ও প্রকাশক সাবের হোসেন চৌধুরীসহ পাঁচজনের বিরুদ্ধে কুমিল্লায় ১০ কোটি টাকার মিথ্যা মানহানি মামলা দায়েরের প্রতিবাদে মানববন্ধন করেছে নান্দাইল প্রেসক্লাব ও নান্দাইল সাংবাদিক সমিতি।

শনিবার (২১ মে) বিকালে নান্দাইল প্রেসক্লাব চৌরাস্তা চত্বরে গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এতে অংশ নেন।

মানববন্ধনে দৈনিক ভোরের কাগজ পত্রিকার নান্দাইল প্রতিনিধি শফিকুল ইসলামের সঞ্চালনায় সভাপতিত্ব করেন, নান্দাইল প্রেসক্লাবের সভাপতি মো.এনামুল হক বাবুল।

এসময় বক্তব্য রাখেন নান্দাইল প্রেসক্লাবের যুগ্ন-সম্পাদক আবুল হাসেম, আবু হানিফ সরকার, অর্থ সম্পাদক রফিকুল ইসলাম মোড়ল, মাহবুব আলম খানঁ, আব্দুল মান্নান, নান্দাইল সাংবাদিক সমিতির যুগ্ন সম্পাদক শাহজাহান ফকির, আবুল কালাম আজাদ প্রমুখ।

মানববন্ধনে বক্তারা ভোরের কাগজের সম্পাদক, প্রকাশক ও প্রতিনিধিসহ পাঁচজনের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এছাড়াও অনতিবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার করা না হলে ভবিষ্যতে কঠোর থেকে কঠোরতম আন্দোলনের ঘোষণা দেন তারা।

নয়া শতাব্দী/এমআরএইচ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ