ঢাকা, রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলকদ ১৪৪৫

মামলা প্রত্যাহারের দাবিতে মদনে মানববন্ধন অনুষ্ঠিত

প্রকাশনার সময়: ২৯ মে ২০২২, ১৪:৪৯

সংবাদ প্রকাশের জেড়ে দৈনিক ভোরের কাগজ পত্রিকার প্রকাশক সাবের হোসেন চৌধুরী ও সম্পাদক শ্যামল দত্তসহ ৫ জনের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ মে) দুপুরে নেত্রকোনার মদন উপজেলা প্রেসক্লাবের সামনে মদন উপজেলা ভোরের কাগজ প্রতিনিধি ও সাংবাদিক সমাজের উদ্যেগে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধন ও প্রতিবাদ সভায় মদন উপজেলার ভোরের কাগজ প্রতিনিধি পরিতোষ দাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন মদন প্রেসক্লাব সভাপতি আল মাহবোব আলম, ভোরের কাগজ নেত্রকোনা জেলা প্রতিনিধি শফিকুল ইসলাম, মাছরাঙা টিভির জেলা প্রতিনিধি মীর মনিরুজ্জামান, জোবাইদা রহমান মহিলা কলেজের সহযোগী অধ্যাপক মোখলেছুর রহমান, ভোরের কাগজ কেন্দুয়া উপজেলা প্রতিনিধি বিজয় রজক, মদন যুগান্তর প্রতিনিধি তোফাজ্জল হোসেন, আদম্য বাংলার বার্তা সম্পাদক আয়নাল হক।

মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন জাতীয় পার্টির নেতা ক্ষুদিরাম দাস, যায়যায়দিন প্রতিনিধি আল আমিন তালুকদার, মানবজমিন প্রতিনিধি নূরুল হক রনু, কালের কন্ঠের মদন প্রতিনিধি ফয়েজ আহম্মেদ হৃদয়, প্রতিদিনের সংবাদের প্রতিনিধি নূরুল আলম কামাল, মানব কন্ঠ কেন্দুয়া প্রতিনিধি রুকন উদ্দিন , প্রতিদিনের সংবাদের কেন্দুয়া প্রতিনিধি হুমায়ুন কবিরসহ বিভিন্ন ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী আরফানুল হক রিফাত একজন মাদক কারবারী হয়ে কিভাবে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা দায়ের করার সাহস পায়। এটা শুধু একটি মিথ্যা মামলাই নয় একটি পুরো সাংবাদিক সমাজকে তাদের স্বাধীন মত প্রকাশের বাঁধা প্রদানের হুমকি। তাই অবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহার করতে সরকারের কাছে জোর দাবি করেন তারা। অন্যথায় আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা।

নয়া শতাব্দী/এমআরএইচ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ