ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫

বাবা-মাকে ভরণপোষণ না দেয়ায় ছেলে কারাগারে

প্রকাশনার সময়: ২৯ মার্চ ২০২৪, ১৭:১৯ | আপডেট: ২৯ মার্চ ২০২৪, ১৯:৫১

জামালপুরের মেলান্দহে নিজের বাবা-মাকে ভরণপোষণ না দেওয়ার অভিযোগে মো. স্বপন ফকির (৩০) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৯ মার্চ) সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (২৮ মার্চ) উপজেলার চরবানিপাকুরিয়া ইউনিয়নের চর পলিশা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মো. স্বপন ফকির উপজেলা চরবানিপাকুরিয়া ইউনিয়নের চর পলিশা এলাকার মজিদ আকন্দের ছেলে।

মামলা সুত্রে জানা যায়, মো. স্বপন ফকির বাবা-মাকে ভরণপোষণ না দিয়ে বিভিন্ন সময় গালিগালাজ ও মারধর করে আসতেছিল। গত ২৭ মার্চ তার বাবা-মাকে বাঁশের লাঠি দিয়ে মারধর করেন তিনি। এ ঘটনায় মজিদ আকন্দ তার ছেলে স্বপন ফকিরকে একমাত্র আসামি করে মেলান্দহ থানায় পিতা-মাতার ভরণপোষণ আইন ২০১৩ এর ৫ (১) ধারায় মামলা দায়ের করেন। মামলা হওয়ার পর তাকে গ্রেপ্তার করে পুলিশ।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহাম্মদ বলেন, বাবাকে ভরণপোষণ না করার অপরাধে বাবা ছেলের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। এমন অভিযোগ পাওয়া মাত্রই পুলিশ তাকে গ্রেপ্তার করে। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, বাবা-মাকে ভরণপোষণ দেন না এমন অভিযোগ পেলে আমরা দ্রুত ব্যবস্থা গ্রহণ করবো। আমাদের এমন অভিযান অব্যাহত থাকবে।

নয়াশতাব্দী/টিএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ