ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫

ডাটা শেয়ারিং ও থার্ডপার্টি সুবিধা নিয়ে আসছে আইফোন

প্রকাশনার সময়: ০৯ মার্চ ২০২৪, ১৬:১২

ধরুন, আপনার বন্ধুর আইফোন থেকে নিজের একটা ছবি তুলে নিলেন। ছবিটা ভালো লাগলে নিশ্চই আপনি আপনার নিজের অ্যান্ড্রয়েড ফোনে নিতে চাইবেন। কিন্তু, ছবিটা সরাসরি আপনার ফোনে নিতে পারছেন না।

অ্যান্ড্রয়েড ও আইফোন সাধারণত ভিন্ন দুটি অপারেটিং সিস্টেমে চলে। কাজেই এ দুটি ফোনের ডাটা ট্রান্সফারে ব্যাপক জটিলতা রয়েছে। আর জটিলতা থাকায় নিরুপায় হয়ে তখন অনলাইনের মাধ্যমে বা মেসেঞ্জার থেকে ডেটা ট্রান্সফারের কাজগুলো করে নিতে হয়। তবে এ সমস্যার সমাধান নিয়ে আসছে আইফোন নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল।

প্রযুক্তিভিত্তিক সংবাদমাধ্যম গ্যাজেটস নাও এক প্রতিবেদনে জানায়, সম্প্রতি এ সংক্রান্ত ১২ পৃষ্ঠার একটি ডকুমেন্ট শেয়ার করেছে অ্যাপল। তাতে বলা হয়, এখন থেকে আইফোনে এমন একটি সিস্টেম চালু করা হবে, যাতে অ্যান্ড্রয়েডেও সহজেই ডেটা ট্রান্সফার করা যাবে।

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ডিজিটাল মার্কেটিং অ্যাক্ট (ডিএমএ) মেনে এই পরিবর্তন আনছে অ্যাপল। এ ছাড়া সাফারি ব্রাউজার আন–ইনস্টল করার সুবিধাও আনছে অ্যাপল। এখানে থার্ডপার্টির ফ্যাসিলিটিও থাকবে। আগামী ২০২৫ সালের দিকে এসব ফিচার যুক্ত করবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

নয়াশতাব্দী/ডিএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ