ঢাকা, সোমবার, ৩ জুন ২০২৪, ২০ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৫ জিলকদ ১৪৪৫

মিশিগানে বাংলা প্রেস ক্লাবের নতুন কমিটি

প্রকাশনার সময়: ৩১ মে ২০২২, ১৯:০৬

সৈয়দ হককে সভাপতি ও মোস্তফা কামালকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি গঠন করেছে যুক্তরাষ্ট্রের মিশিগানে প্রবাসী সাংবাদিকদের সংগঠন ‘মিশিগান বাংলা প্রেস ক্লাব’।

রোববার (২৯ মে) হ্যামট্রামিক সিটির বাংলাদেশ অ্যাভিনিউয়ে প্রেস ক্লাবের এক সাধারণ সভা থেকে এ কমিটির ঘোষণা আসে।

মিশিগান থেকে আশিক রহমান জানান, সভায় সভাপতিত্ব করেন কমিটির আহ্বায়ক সৈয়দ শাহেদুল হক। সভা পরিচালনা করেন সদস্য সচিব শামীম আহসান।

এক বছর মেয়াদি ১৩ সদস্যের কার্যকরী এ কমিটির অন্য সদস্যরা হলেন সহ সভাপতি কামরুজ্জামান হেলাল ও ফারজানা চৌধুরী পাপড়ি, যুগ্ম সাধারণ সম্পাদক তোফায়েল রেজা সোহেল, কোষাধ্যক্ষ আশিক রহমান, সাংগঠনিক সম্পাদক সাহেল আহমেদ এবং তথ্য ও প্রচার সম্পাদক মাহফুজুর রহমান।

সদস্য হয়েছেন শামীম আহসান, সেলিম আহমেদ, চিন্ময় আচার্য্য, দেওয়ান কাওসার ও রফিকুল হাসান চৌধুরী তুহিন।

গত বছর ১৫ অগাস্ট বাংলা প্রেসক্লাব মিশিগানের যাত্রা শুরু হয়। ওইদিন অনুষ্ঠিত সভায় পূর্ণাঙ্গ কমিটি ঘোষিত হলেও এবছর ১২ মার্চ প্রেস ক্লাবের অধিকাংশ সদস্যের উপস্থিতিতে আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছিল।

নয়াশতাব্দী/জেডআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ