ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫

রাজধানীতে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি

প্রকাশনার সময়: ২৯ মার্চ ২০২৪, ২২:০৯

রাজধানীর বিভিন্ন জায়গায় থেমে থেমে ঝরছে বৃষ্টি। সঙ্গে বইছে ঝোড়ো বাতাস। এতে শীতলতা অনুভব হচ্ছে। এ কারণে তারাবীহ নামাজ শেষে মসজিদ থেকে ফেরার পথে মুসল্লি ও পথচারীরা ভোগান্তিতে পড়েছেন।

শুক্রবার (২৯ মার্চ) বিকেল থেকে আকাশ মেঘলা ছিল। সারাদিন গুমোট ভাব ছিল। ইফতারের পর থেকে বিভিন্ন জায়গায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। রাত ৯টার দিকে শুরু হয় ভারি বর্ষণ।

বৃষ্টির কারণে ভোগান্তিতে পড়েছেন ভ্রাম্যমাণ দোকানি, তারাবীহ পড়ত যাওয়া মুসল্লি এবং ঈদের কেনাকাটা করতে যাওয়া ক্রেতারা। বৃষ্টির কারণে বিভিন্ন এলাকায় ফুটপাতের বিক্রেতাদের দোকান গুটিয়ে নিতে দেখা যায়।

রাজধানীর মিরপুর এলাকার বাসিন্দা নাঈমুল ইসলাম জানান, রাত ৯টার দিকে মিরপুরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। ছেলে-মেয়েদের নিয়ে কেনাকাটার জন্য বের হয়েছিলাম। কিন্তু বৃষ্টির কারণে মার্কেটেই আটকে আছি।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ