ঢাকা, সোমবার, ১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১, ৪ জিলকদ ১৪৪৫

‘আম্পায়ার জেসিকে ক্রিকেটাররা ইতিবাচকভাবে গ্রহণ করেছে’

প্রকাশনার সময়: ২৮ এপ্রিল ২০২৪, ১৩:৫২

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) আম্পায়ার সাথিরা জাকির জেসির দায়িত্ব পালন নিয়ে চলমান বিতর্ক নিয়ে গণমাধ্যমে নেতিবাচকভাবে পরিবেশিত তথ্যের জেরে হতাশা প্রকাশ করেছে ক্রিকেটারদের সংগঠন-ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)।

রোববার (২৮ এপ্রিল) কোয়াবের সাধারণ সম্পাদক দেবব্রত পালের পাঠানো বিবৃতিতে এই বিষয়ে আলোকপাত করা হয়।

বিবৃতিতে কোয়াব জানিয়েছে, ক্রিকেটাররা জেসিকে ইতিবাচকভাবে গ্রহণ করেছে। গণমাধ্যমে অসত্য, বিভ্রান্তিকর নেতিবাচক সংবাদ পরিবেশনে ক্রিকেটাররা হতাশ বলেও এতে জানানো হয়।

বিবৃতিতে জানানো হয়, গত ২৫ এপ্রিল, ২০২৪ তারিখে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের চলমান মৌসুমে মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের মধ্যকার খেলায় নারী আম্পায়ার সাথীরা জাকির জেসির ম্যাচ পরিচালনা সম্পর্কিত বিষয়ে নানাবিধ আলোচনা আমাদের দৃষ্টিগোচর হয়েছে।

ম্যাচ সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনাপূর্বক জানা যায়, খেলা শুরুর পূর্বে, খেলা চলাকালীন এবং খেলা সমাপ্তির পর সাবেক জাতীয় ক্রিকেটার জেসির আম্পায়ার হিসেবে দায়িত্ব পালনকে সব ক্রিকেটাররা অত্যন্ত ইতিবাচকভাবেই গ্রহণ করেছিলেন। ম্যাচ সমাপ্তির পর আমাদের স্বনামধন্য ক্রিকেটাররা ম্যাচের সামগ্রিক পর্যালোচনায় জেসিকে ধন্যবাদ জানিয়ে অনুপ্রাণিতও করেন। সাবেক জাতীয় ক্রিকেটার ও বর্তমান সময়ে আম্পায়ার হিসেবে জেসির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ক্রিকেটারদের কেন্দ্র করে নেতিবাচকভাবে পরিবেশিত তথ্য সত্যিই হতাশাজনক। ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) দেশের সামগ্রিক উন্নয়নে নারীর ক্ষমতায়ন, অগ্রগতি ও প্রগতিশীলতায় দৃঢ় প্রতিজ্ঞ। নারী ক্রিকেটারদের বার্ষিক বেতন, ম্যাচ ফি বৃদ্ধিসহ অনুশীলনের উন্নত সুযোগ ও সব প্রকার নিরাপত্তা বিধানে কোয়াবের পক্ষ থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) অবহিত করা হয়েছে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও সাম্প্রতিক সময়ে নারী ক্রিকেটারদের মাসিক বেতন, ম্যাচ ফি বৃদ্ধিসহ সামগ্রিক পরিবেশের উন্নয়নে পদক্ষেপ গ্রহণ করেছেন। বাংলাদেশের পুরুষ ও নারী ক্রিকেটাররা পরস্পরের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল। তাই বাংলাদেশ ক্রিকেটের উন্নয়নের ধারাবাহিকতায় বিভ্রান্ত ও বৈষম্য মূলক তথ্য পরিবেশন কখনোই কাম্য নয়।

নয়াশতাব্দী/টিএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ