ঢাকা, সোমবার, ৩ জুন ২০২৪, ২০ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৫ জিলকদ ১৪৪৫

শিক্ষক দিবসে চাঁদপুরে বর্ণাঢ্য র‍্যালি

প্রকাশনার সময়: ২৭ অক্টোবর ২০২২, ১৬:৫৫

‘শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রূপান্তর শুরু’ এই স্লোগানে সারাদেশের ন্যয় চাঁদপুরেও শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) বেলায় ১১টায় চাঁদপুর সরকারি কলেজ ক্যাম্পাস থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের আব্দুল করিম পাটওয়ারী সড়ক দিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ ক্যাম্পাসে এসে শেষ হয়।

পরে কলেজ ক্যাম্পাসে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. অসিত বরণ দাশ।

এ সময় চাঁদপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মো. মাসুদুর রহমান, চাঁদপুর পুরান বাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার, চাঁদপুর আল-আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলামসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

নয়াশতাব্দী/এমএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ