ঢাকা, মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ১২ জিলকদ ১৪৪৫

সালথায় এক বালু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

প্রকাশনার সময়: ২৮ ডিসেম্বর ২০২৩, ২০:২৭

ফরিদপুরের সালথায় আইন অমান্য করে অন্যের জমি থেকে মাটি উত্তোলন করায় এক বালু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দুপুরে উপজেলার আটঘর ইউনিয়নের জয়কাইল গ্রামে মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহাদাৎ হোসেন। অভিযানে সালথা থানার পুলিশ সদস্যরা সহায়তা করেন।

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহাদাৎ হোসেন বলেন, সালথা উপজেলার আটঘর ইউনিয়নের জয়কাইল গ্রামের অন্য ব্যক্তির জমি থেকে আইন অমান্য করে মাটি উত্তোলন করায় মো হুমায়ূন মোল্লা নামের এক বালু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ