ঢাকা, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলকদ ১৪৪৫

মাগুরায় গরু চোর সন্দেহে পিটিয়ে হত্যা

প্রকাশনার সময়: ১৫ ডিসেম্বর ২০২৩, ১৫:১০

মাগুরা সদর উপজেলায় গরু চোর সন্দেহে বিক্ষুদ্ধ জনতার হাতে গণপিটুনিতে কাজল মুন্সী (৪০) নামের একজনের মৃত্যু হয়েছে।

নিহত কাজল জগদল ইউনিয়নের আজমপুর গ্রামের লোকমান মুন্সীর ছেলে।

শুক্রবার (১৫ ডিসেম্বর) গভীর রাতে সদর উপজেলা ছোনপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের চাচাতো ভাই রমজান আলী বলেন, আমরা শুনেছি পাশের মঘি ইউনিয়নের শেখ পাড়া এলাকার কহিনুর বিশ্বাসের বাড়িতে চুরি করতে গিয়েছিল। গোয়াল ঘরে তালা কেটে গরু নিয়ে ছোনপুর এলাকায় আসলে উচ্চ স্বরে কুকুর ডাকা ডাকি করে।পরে স্থানীয়রা টের পেয়ে তাদের ধাওয়া দেয়। এ সময় দুইজন মোটসাইকেলে চলে গেলেও কাজল ফসলের মাঠে দৌড় দেয়। পরে বিক্ষব্ধু জনতার গণপিটুনিতে মারাত্মকভাবে আহত হয়। তার সারা শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। পরে স্থানীয় গ্রাম পুলিশের সহযোগিতায় সকালে তাকে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের ডাক্তার অমর প্রসাদ তাকে মৃত ঘোষণা করেন।

মঘি ইউনিয়নের শেখ পাড়া গ্রামের কৃষক কহিনুর বিশ্বাস বলেন, গভীর রাতে আমার গোয়াল ঘরে তালা কেটে গরু নিয়ে পালিয়ে যায়। পরে ওই রাতে ছোনপুর গ্রামে উচ্চ স্বরে চিৎকার শোনা যায়। সকালে মঘির মাঠে গরু দুইটি পেয়েছি। তবে রাতের আধারে কে বা কারা তাকে মেরেছে আমি জানি না।

মাগুরা সদর থানার ওসি মেহেদি হাসান বলেন, সদর উপজেলা ছোনপুর গ্রাম থেকে এক ব্যক্তি গণপিটুনির স্বীকার হয়ে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালের মর্গে রয়েছে। তবে তাকে কে বা কারা হত্যা করেছে তা তদন্ত চলছে।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ