ঢাকা, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলকদ ১৪৪৫

মাগুরায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত

প্রকাশনার সময়: ১৪ ডিসেম্বর ২০২৩, ১৩:৫৪ | আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৩, ১৩:৫৬

জেলা প্রশাসনের আয়োজনে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্যে দিয়ে মাগুরায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকাল ১০টায় শহরের নোমানীয় ময়দানে শহিদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভে জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ পুষ্পস্তপক অর্পণ করেন।

পরে একে একে পুলিশ সুপার মশিউদৌলা রেজা, জেলা আওয়ামী লীগ ও মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠন পুষ্পস্তপক অর্পণ করেন।

পুষ্পস্তবক অর্পণ শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, পুলিশ সুপার মশিউদৌলা রেজা, সিলিভ সার্জন শামীম কবির, সরকারি হোসেন শহিদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ রেজভি জামান, জেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আব্দুর রহমান।

আলোচনা শেষে শহিদ বুদ্ধিজীবীদের স্বরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ