ঢাকা, বুধবার, ১৫ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১, ৬ জিলকদ ১৪৪৫

চিরিরবন্দরে ১৮২ প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ

প্রকাশনার সময়: ২৩ মার্চ ২০২৩, ১৭:৩৪

‘মানসম্মত প্রাথমিক শিক্ষা, স্মার্ট বাংলাদেশ গড়ার দীক্ষা’ এই প্রতিপাদ্যক সামনে রেখে চিরিরবন্দর উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক পিইডিপি-৪ এর আওতায় ক্রয়কৃত উপজেলার ১৮২ সরকারি প্রাথমিক বিদ্যালয় ল্যাপটপ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ মার্চ) সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মো. খালিদ হাসানের সভাপতিত্বে এ সময় ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

ল্যাপটপ বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ তারিকুল ইসলাম তারিক, ভাইস চেয়ারম্যান জ্যোতিষ চন্দ্র রায়, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবু সুনীল কুমার শাহা ও সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আলীম সরকার প্রমুখ।

এছাড়া ১৮২টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে তথ্য-প্রযুক্তি জ্ঞানসম্পন্ন প্রজন্ম দরকার।

স্বাগত বক্তব্যে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এম জি এম সারোয়ার হোসেন বলেন, আইসিটি বিষয়ে প্রশিক্ষণ প্রাপ্ত দু’জন শিক্ষক প্রতিদিন ল্যাপটপের মাধ্যমে শ্রেণীকক্ষে মাল্টিমিডিয়া প্রজেক্টরে ক্লাস নেবেন। পাশাপাশি তারা ল্যাপটপ কিভাবে ব্যবহার করতে হয় তা শিক্ষার্থীদের শেখাবেন। এতে অল্প বয়সে শিক্ষার্থীরা তথ্য-প্রযুক্তি ব্যবহারে অভিজ্ঞ হয়ে উঠবে।

নয়াশতাব্দী/জেডআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ