ঢাকা, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলকদ ১৪৪৫

হেলে পড়া বৈদ্যুতিক খুঁটি নিয়ে দুর্ঘটনার শঙ্কা

প্রকাশনার সময়: ৩০ ডিসেম্বর ২০২২, ২১:০১ | আপডেট: ৩০ ডিসেম্বর ২০২২, ২১:০৫

নরসিংদীর মনোহরদীতে সড়কের পাশে একটি বৈদ্যুতিক খুঁটি প্রায় চার মাস ধরে হেলে পড়ে আছে। কিন্তু এত দিনেও সেই খুঁটি সোজা করা হয়নি। খুঁটিতে রয়েছে ৪৪০ ভোল্টের চালু সঞ্চালন লাইন। তার ছিঁড়ে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন এলাকার বাসিন্দারা।

মনোহরদী পৌর এলাকার সল্লাবাইদ দিঘিরপাড় রাস্তার পাশে স্থাপিত সচল বিদ্যুৎ লাইনের খুঁটিটি প্রায় চার মাস ধরে হেলে রয়েছে। এর ফলে শর্টসার্কিট হয়ে যে কোনো সময় ভয়াবহ দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।

স্থানীয়রা জানান, এই রাস্তা দিয়ে প্রতিনিয়ত কৃষকরা যাতায়াত করেন। ফলে সবাই আতঙ্কে আছে, কখন না জানি বড় ধরনের দুর্ঘটনা ঘটে। এ অবস্থায় জরুরি ভিত্তিতে হেলে যাওয়া বিদ্যুতের খুঁটিটি নতুন করে স্থাপন করা দরকার।

সল্লাবাইদ গ্রামের মোক্তার হোসেন বলেন, চার মাস আগে আমার বাড়ির সামনে ৪৪০ ভোল্টের সঞ্চালন খুঁটিটি গোড়া থেকে দূরে সরে হেলে পড়ে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষককে জানানোর পর অফিস থেকে একাধিকবার দেখে গেছে। কিন্তু এখনো মেরামত করা হয়নি।

মনোহরদী পল্লী বিদ্যুৎ কার্যালয়ের ডিজিএম আজিজুর রহমান সরকার বলেন, সমস্যার বিষয়টি জানা ছিল না। দ্রুত এই সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হবে।

নয়া শতাব্দী/আরআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ