ঢাকা, শনিবার, ১ জুন ২০২৪, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৩ জিলকদ ১৪৪৫

ময়মনসিংহে সেরা করদাতা সম্মাননা পেলেন ৪২ জন

প্রকাশনার সময়: ২৮ ডিসেম্বর ২০২২, ২১:৫৪ | আপডেট: ২৮ ডিসেম্বর ২০২২, ২১:৫৮

ময়মনসিংহ অঞ্চলের পাঁচ জেলা ও সিটি করপোরেশনে মোট ৪২ ব্যক্তি ও প্রতিষ্ঠান পেয়েছেন সেরা করদাতার সম্মাননা। তাদের ট্যাক্স কার্ড ও সম্মাননা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড।

বুধবার (২৮ ডিসেম্বর) দুপুরে নগরীর টাউন হল তারেক স্মৃতি অডিটোরিয়ামে তাদের এ সম্মাননা দেওয়া হয়। আয়কর দিতে উৎসাহিত ও আয়কর দেওয়ার ভীতি দূর করতেই মূলত এই আয়োজন।

ময়মনসিংহ কর অঞ্চলের কর কমিশনার কবির উদ্দিন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ সিটি মেয়র মো. ইকরামুল হক টিটু।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ আনোয়ার হোসেন, ময়মনসিংহ ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট সাদিক হোসেন প্রমুখ।

নয়া শতাব্দী/আরআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ