ঢাকা, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলকদ ১৪৪৫

বাউফলে মৃত্যুদণ্ড ও সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেফতার

প্রকাশনার সময়: ২৮ ডিসেম্বর ২০২২, ১৭:৩১

পটুয়াখালীর বাউফলে মৃত্যুদণ্ড ও সাজাপ্রাপ্ত দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে।

র‌্যাব- ৩ এর সহযোগিতায় বাউফল থানার পুলিশ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মো. জালাল ওরফে পলাশ গাজী (৩৮) এবং ১০ বছর ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি আবুল বাশারকে (৩৫) মঙ্গলবার (২৭ ডিসেম্বর) দিবাগত রাত সোয়া ২টার দিকে ঢাকা যাত্রাবাড়ি এলাকা থেকে গ্রেফতার করে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে বাউফল থানার এসআই মনির হোসেনের নেতৃত্বে, এএসআই মো. পারভেজ আনোয়ার ও এএসআই মো. মহিউদ্দিনের আসামিদের গ্রেফতারের জন্য ঢাকার যাত্রাবাড়িসহ পাশের একটি এলাকায় অভিান চালিয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মো. জালাল ওরফে পলাশ গাজী (৩৮) ও ১০ বছর ০৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি আবুল বাশারকে (৩৫) গ্রেফতার করে। পুলিশ অভিযানের সময় র্যা ব- ৩ এর সহোযোগিতায় নেয়।

এরমধ্যে আসামি মো. জালাল ওরফে পলাশ গাজী কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী থানায় একটি হত্যা মামলার (৬নং আসামি) মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। (মামলা নং ১০ তারিখ ১৫/০১/১৪) মৃত্যু দন্ডপ্রাপ্ত পলাশ পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের নিমদি গ্রামের মৃত চান্দু গাজীর ছেলে।

অপরদিকে আবুল বাশার চাদপুরের মতলব থানায় অটোগাড়ি ছিনতাই মামলায় ১০ বছর ৬মাস দণ্ডপ্রাপ্ত আসামি (মামলা নং ০৪/১৪) দণ্ডপ্রাপ্ত বশারের একই উপজেলার সূর্যমনি ইউনিয়নের আব্দুল বারেক মীরের ছেলে। তারা দুইজনই অনেকদিন যাবৎ পলাতক ছিলেন।

বাউফল থানার ওসি মো. আল মামুন বলেন, আমাদের সার্বিক তত্ত্বাবধায়নে বাউফল থানার একটি টিম ঢাকায় পাঠিয়ে দুজনকেই গ্রেফতার করতে সক্ষম হই। আসামিরা এখন বাউফল থানা হেফাজতে আছে। তাদেরকে পটুয়াখালী জেল হাজতে প্রেরণের প্রক্রিয়া চলছে।

নয়াশতাব্দী/জেডএম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ