ঢাকা, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলকদ ১৪৪৫

ফেরদৌসের নির্বাচনী প্রচারণায় দু’পক্ষে মুখোমুখি, আহত ১৫

প্রকাশনার সময়: ৩০ ডিসেম্বর ২০২৩, ২১:০৮
ছবি- সংগৃহীত

রাজধানীর হাতিরপুলে চিত্রনায়ক ফেরদৌস আহমেদের নির্বাচনী প্রচারণায় আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন।

শনিবার (৩০ ডিসেম্বর) বেলা পৌনে ২টার দিকে এই ঘটনা ঘটেছে।

সংঘর্ষে আহতদের মধ্যে রয়েছেন- জনি বাবু (৩০), অনিন্দ্র চৌধুরী (২৩), শিশির (৩৫), রাসেল (৩০), আব্দুল জলিল (৩৮), সোহেল খান (২৮), মাহি (২৫), ইব্রাহিম, আলিফ (৩৫), উজ্জ্বল হোসেনসহ (৩০) আরও অনেকে। আহতরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা-১০ আসনের নৌকার প্রার্থী ফেরদৌস আহমেদের নির্বাচনী প্রচারণায় যান কয়েক শ নেতাকর্মী। হাতিরপুল থেকে মিছিল নিয়ে সেন্ট্রাল রোডের দিকে যাওয়ার সময় সেন্ট্রাল রোড ইউনিট আওয়ামী লীগের সভাপতি ইমাম হোসেন মঞ্জিল তার সমর্থকদের নিয়ে ওই মিছিলে হামলা চালায়। এক পর্যায়ে তা দুই পক্ষের মধ্যে সংঘর্ষে রূপ নেয়। এতে অন্তত বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন।

নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম সাংবাদিকদের বলেন, এই ঘটনার বিষয়ে তিনি জানেন না। খোঁজ নিয়ে দেখবেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইন-চার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া সাংবাদিকদের জানান, আহত অন্তত ১৫ জনকে জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের মধ্যে কারোর অবস্থাই গুরুতর নয়।

নয়া শতাব্দী/এমবি

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ