ঢাকা, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানি ১৪৪৬

সাকিবের বিসিবি সভাপতি হওয়ার বিষয়ে যা বললেন পাপন 

প্রকাশনার সময়: ২৯ ডিসেম্বর ২০২৩, ১৮:৪৯ | আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৩, ১৮:৫৪

কিশোরগঞ্জ-৬ আসন থেকে এখন পর্যন্ত তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। রাজনীতি সম্পর্কে খুঁটিনাটি অনেক কিছুই তার জানা। কিন্তু রাজনীতির মাঠে নতুন এসেছেন সাকিব আল হাসান। তাই মাগুরা-১ আসন থেকে রাজনীতিতে নাম লেখানো সাকিবের জন্য পরামর্শ দিয়েছেন পাপন।এছাড়া নড়াইল-২ আসন থেকে লড়ছেন সাবেক অধিনায়ক মাশরাফী বিন মুর্তজা।

শুক্রবার (২৯ ডিসেম্বর) ভৈরবে নিজ বাসা আইভি ভবনে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তাদের বিষয়ে কথা বলেছেন নাজমুল হাসান পাপন।

সাকিবের নির্বাচন করা নিয়ে জানতে চাইলে পাপন বলেন, ‘কী বলার আছে। বলার তো কিছু নাই। আমি দেখেছি সাকিব ওখানে নামার পর থেকে মানুষ পাগল হয়ে গেছে। আমার সঙ্গে ওর কথা হয়েছে, মাশরাফির সঙ্গেও কথা হয়েছে। আমার ধারণা মানুষজন ওকে প্রায় সবাই ভোট দেবে এরকম অবস্থা। ’

পাপন আরও বলেন, ‘সাকিবের তো একটা আলাদা প্লাস পয়েন্ট আছে আপনাকে মনে রাখতে হবে। একটা হচ্ছে দলের ভোট, আরেকটা হচ্ছে নিউট্রাল ভোট। নিউট্রাল ভোটগুলো আমার ধারণা সাকিবের জন্য অনেক বড় প্লাস পয়েন্ট। আর ওকে সামনাসামনি দেখতে পাওয়া...। আমার ধারণা যারা সরাসরি রাজনীতির সঙ্গে জড়িত না তারাও সাকিবকে ভোট দিতে যাবে।’

সাকিব ও মাশরাফী বিন মোর্ত্তজা দুজনেই বিসিবি সভাপতি হতে আগ্রহী প্রকাশ করেছেন। তাদের মধ্যে কে যোগ্য এমন প্রশ্ন করা হলে পাপন বলেন, ‘বলা মুশকিল, এটা বলা কঠিন। এটা সহজ না অনেক কঠিন। এটা এখানে বলা ঠিক হবে না।’

রাজনীতির কারণে সাকিবের ক্রিকেট ক্যারিয়ার দ্রুত থামবে কি না এমন প্রশ্নের উত্তরে বিসিবি সভাপতি বলেন, ‘ওর সঙ্গে আমার তো কথা হয়েছে খেলবে। ২০২৫ পর্যন্ত খেলার কথা। আমার ধারণা ও খেলবে।’

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ