ঢাকা, রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলকদ ১৪৪৫

টাঙ্গাইলে হত্যা মামলায় জেলায় প্রথম দ্রুততম চার্জশিট 

প্রকাশনার সময়: ০১ আগস্ট ২০২১, ১৯:২৮

টাঙ্গাইলে ছেলের দায়ের আঘাতে বাবা খুনের ঘটনায় মামলার সাড়ে ২২ ঘণ্টার মধ্যে আদালতে চার্জশিট দিয়েছে পুলিশ।

রোববার বিকেল ৩টার দিকে টাঙ্গাইল সদর থানা পুলিশ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এই চার্জশিট প্রদান করেন।

পুলিশ জানায়, টাঙ্গাইল সদর থানার এবং জেলায় কোন হত্যাকাণ্ডের ঘটনায় এটিই দ্রুততম চার্জশিট।

পুলিশ আরও জানায়, শনিবার সকালে টাঙ্গাইল সদর উপজেলায় মগড়া ইউনিয়নের বাহির শিমুল গ্রামে বাবা কুদ্দুসের সাথে ছেলে লুৎফরের পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে লুৎফর রহমান ঘরের ভিতরে থাকা ধারালো দা দিয়ে আব্দুল কদ্দুসকে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে।

পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের অপর ছেলে নজরুল ইসলাম বাদি হয়ে থানায় মামলা দায়ের করেন। মামলা হওয়ার পর তাৎক্ষণিক পুলিশ অভিযুক্ত লুৎফরকে গ্রেফতার করে। নিহত আব্দুল কুদ্দুস নিজ গ্রামেই কৃষি কাজ করতেন। ছেলে লুৎফর অটো রিকশা চালক।

এ ব্যাপারে টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন বলেন, মামলা হওয়ার সাড়ে ২২ ঘণ্টার মধ্যে আসামিকে গ্রেপ্তার ও আদালতে চার্জশিট দেওয়া হয়েছে। একই সাথে রোববার দুপুরে গ্রেফতারকৃত লুৎফর রহমান সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমানের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।

তিনি আরও বলেন, হত্যা মামলায় এই প্রথম জেলায় দ্রুত সময়ের মধ্যে আসামিকে গ্রেফতার করে আদালতে চার্জশিট দেওয়া হয়েছে। এর আগে জেলায় কেউ এত দ্রুত সময়ে কোনো হত্যা মামলায় আদালতে চার্জশিট দেয়নি।

এ ব্যাপারে টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় বলেন, এ হত্যাকাণ্ড হওয়ার পর পুলিশের সকল কার্যক্রম গ্রহণ করা হয়েছে। পরিশেষে মামলার সকল কার্যক্রম শেষ করে দ্রুত সময়ের মধ্যেই আদালতে চার্জশিট দেওয়া হয়েছে। এই হত্যা মামলায় তদন্তের গুনগত মানও বজায় রয়েছে। এটিই জেলায় প্রথম কোনো হত্যা মামলায় দ্রুত সময়ের মধ্যে চার্জশিট বলে তিনি জানান।

নয়া শতাব্দী/এম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ