ঢাকা, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলকদ ১৪৪৫

২৪ ঘণ্টায় আরও ১১ জনের করোনা শনাক্ত 

প্রকাশনার সময়: ০৭ অক্টোবর ২০২৩, ১৮:৫২
ফাইল ছবি

গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১১ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ সময়ের মধ্যে করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যাওয়ার খবর পাওয়া যায়নি। আর নতুন করে সুস্থ হয়েছেন ১১ জন।

শনিবার (০৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনার নমুনা পরীক্ষা করা হয় ১ হাজার ২০১টি। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৯২ শতাংশ। অতিমারির শুরু থেকে এখন পর্যন্ত পরীক্ষার বিপরীতে মোট শনাক্তের হার ১৩ দশমিক ১৩ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, অতিমারির শুরু থেকে এখন পর্যন্ত ২০ লাখ ৪৫ হাজার ৭৮০ জনের দেহে করোনার অস্তিত্ব মিলেছে। আক্রান্ত হয়ে মারা গেছে ২৯ হাজার ৪৭৭ জন। সুস্থ হয়েছেন ২০ লাখ ১৩ হাজার ৪২০ জন।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

নয়া শতাব্দী/এমবি

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ