ঢাকা, বুধবার, ১৫ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১, ৬ জিলকদ ১৪৪৫

জাবির স্বেচ্ছাসেবী সংগঠন ইফসা’র বৃক্ষরোপণ 

প্রকাশনার সময়: ২৩ সেপ্টেম্বর ২০২৩, ২২:১২

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ইয়ুথ ফর সোশাল এইড’র (ইফসা) উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে৷

শনিবার (২৩ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের পাশে সংগঠনটির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। এসময় ফলজ, বনজ ও ঔষধিসহ ৯ প্রজাতি গাছের চারা রোপণ করা হয় ৷

কর্মসূচি সম্পর্কে ইয়ুথ ফর সোশাল এইড’র (ইফসা) সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বলেন, ‘প্রতিবারের মতো এবারও আমরা বিশ্ববিদ্যালয়ে গাছ লাগিয়েছে। তবে পরিবেশ রক্ষায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পাশাপাশি সবার এগিয়ে আসা উচিত। আগামীতেও আমরা এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবো।

প্রসঙ্গত, ২০১৪ সালে প্রতিষ্ঠিত ইফসা বৃক্ষরোপণ কর্মসূচি ছাড়াও সমাজের সুবিধাবঞ্চিতদের বিভিন্নভাবে সহযোগিতা এবং দেশের ক্রান্তিলগ্নে অসহায়দের বিভিন্ন সহযোগিতা ও তাদের সমস্যা থেকে উত্তরণের জন্য কাজ করে আসছে।

নয়া শতাব্দী/আরআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ