ঢাকা, রোববার, ৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫

স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

প্রকাশনার সময়: ২৫ এপ্রিল ২০২৪, ১৬:২৪

ঝিনাইদহের মহেশপুরে স্ত্রী রেহেনা খাতুন হত্যার দায়ে স্বামী রাশেদুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুপুরে অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. আব্দুল মতিন এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আসামি রাশেদুল ইসলাম মহেশপুর উপজেলার জুলুলী গ্রামের আনিচ উদ্দিন বিশ্বাসের ছেলে।

মামলার বিবরণে জানা যায়, ২১ বছর আগে রাশেদুলের সাথে রেহেনা খাতুনের বিয়ে হয়। এরপর ১ম স্ত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করে রাশেদুল । এরপর ২০১৮ সালের ২৩ জুলাই বাড়ির পাশের কোদলা নদীতে ডুবিয়ে রেহেনাকে হত্যা করে। এ ঘটনায় রেহেনার বাবা মতলেব আলী বাদী হয়ে মহেশপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। পুলিশ আসামিকে গ্রেপ্তার করলে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। মামলার তদন্ত শেষে পুলিশ আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত আসামি রাশেদুলকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। একসঙ্গে ২০ হাজার টাকা জরিমানা করেন।

আইনজীবী নারী ও শিশু পিপি বজলুর রশীদ জানান, আমরা এ রায়ে খুশি । বিচারক যে রায় দিয়েছেন তাতে সামজ থেকে এমন ঘটনা কমে আসবে বা নারী নির্যাতন কমবে বলে তিনি আশা করেন।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ