ঢাকা, শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ৯ জিলকদ ১৪৪৫
আপনার জিজ্ঞাসা

জাকাতের টাকায় বেতন দেওয়া যাবে কি?

প্রকাশনার সময়: ০৫ মে ২০২৪, ০৭:৫৮ | আপডেট: ০৫ মে ২০২৪, ০৮:০৪

উত্তর দিয়েছেন— মুফতি আবদুল মালিক

প্রশ্ন: আমি একটি মহিলা মাদ্রাসায় পড়াশোনা করি। সেখানে আমার এক বান্ধবী আর্থিক সংকটের কারণে লাগাতার দুই মাস মাদ্রাসার বেতন পরিশোধ করতে পারেনি। কর্তৃপক্ষ বেতন পরিশোধ করার জন্য তাগাদা দিলেও সে লজ্জার কারণে তার ওজরের কথা বলেনি। এ বিষয়ে একবার আমি তাকে চাপাচাপি করলে সে পুরো ব্যাপারটি আমাকে খুলে বলে। বিষয়টি আম্মুকে বললে আম্মু তার সম্মতি নিয়ে দুই মাসের বেতন পরিশোধ করে দেন।

কিছুদিন আগে জেনেছি, আম্মু নাকি জাকাতের টাকা দিয়েই তার বকেয়া বেতন পরিশোধ করেছেন। এখন আমার প্রশ্ন হলো, আমার বান্ধবী যদিও জাকাত গ্রহণের উপযুক্ত, কিন্তু এভাবে বকেয়া বেতন পরিশোধের মাধ্যমে কি আমার আম্মুর জাকাত আদায় হয়েছে? জানিয়ে বাধিত করবেন।

হালীমা- নোয়াখালী

উত্তর: হ্যাঁ, জাকাত আদায়ের নিয়তে তার সম্মতিতে তার বকেয়া বেতন পরিশোধের দ্বারা আপনার আম্মুর জাকাত আদায় হয়ে গেছে। কেননা জাকাত গ্রহণের উপযুক্ত ব্যক্তির সম্মতিক্রমে জাকাতের টাকা দিয়ে তার দেনা পরিশোধ করে দেয়া হলেও জাকাত আদায় হয়ে যায়। এক্ষেত্রে জাকাত থেকে তার দেনা পরিশোধ করা হচ্ছে- তাকে একথা জানানোও জরুরি নয়।

-ফাতাওয়া খানিয়া ১/২৬৮; তাবয়ীনুল হাকায়েক ২/১২১; ফাতহুল কাদীর ২/২০৮; ফাতাওয়া হিন্দিয়া ১/১৯০; রদ্দুল মুহতার ২/৩৪৫;

নয়াশতাব্দী/ডিএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ