ঢাকা, শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ৯ জিলকদ ১৪৪৫

অতর্কিত গুলিবর্ষণ, আহত পাঁচ ভারতীয় সেনাদের একজনের প্রাণহানি

প্রকাশনার সময়: ০৫ মে ২০২৪, ০৮:৫৫

ভারতের জম্মু ও কাশ্মিরে অতর্কিত এক হামলায় ভারতের বিমানবাহিনীর পাঁচ সেনা আহত হন। শনিবার (৪ এপ্রিল) চালানো এ হামলায় তাদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। - খবর এনডিটিভির।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, জম্মু ও কাশ্মিরের পুঞ্চ বিভাগের সুরানকোট বিভাগে এ হামলার ঘটনা ঘটে। ওই সময় ভারতের বিমানবাহিনীর গাড়ির বহর লক্ষ্য করে অসংখ্য গুলি ছোড়ে অজ্ঞাত বন্দুকধারীরা। সেনাদের ওপর হামলা চালিয়ে হামলাকারীরা জঙ্গলের ভেতর পালিয়ে যায় বলে ধারণা করছেন সামরিক কর্মকর্তারা। তারা জানিয়েছেন, হামলাকারীদের এখনও খুঁজে বের করা সম্ভব হয়নি।

এ বছর ওই অঞ্চলে প্রথমবারের মতো এত বড় হামলা হয়েছে। গত বছর অঞ্চলটিতে সেনাদের লক্ষ্য করে একাধিক ভয়াবহ হামলা হলেও কয়েক মাস পরিস্থিতি বেশ শান্ত ছিল।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত কয়েকটি ছবিতে দেখা গেছে গাড়ির সামনের কাঁচে অসংখ্য গুলির চিহ্ন রয়েছে। অর্থাৎ পরিকল্পনা করে এই হামলা চালানো হয়েছে।

নয়াশতাব্দী/ডিএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ