ঢাকা, মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১, ৫ জিলকদ ১৪৪৫

সিলেটে একদিনে ২১ ডেঙ্গুরোগী শনাক্ত

প্রকাশনার সময়: ২৯ জুলাই ২০২৩, ১৯:৩২

সিলেটে প্রতিদিন বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২১ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এতে চলতি মৌসুমে সিলেট বিভাগে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ৩৮৭ জন ছাড়িয়েছে। বিভাগের বিভিন্ন হাসপাতাল ও বাসা-বাড়িতে চিকিৎসা নিচ্ছেন ১১৬ জন ডেঙ্গুরোগী।

স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৭ জুলাই) থেকে শুক্রবার (২৮ জুলাই) পর্যন্ত সিলেট বিভাগে নতুন করে আরও ২১ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে ১১ জন সিলেটে, ১ জন সুনামগঞ্জে ৭ জন হবিগঞ্জে ও ২ জন মৌলভীবাজারের বাসিন্দা।

এদিকে, সিলেটের গোয়াইনঘাটে কয়েকদিন আগে ডেঙ্গুরোগী হট স্পট হিসেবে চিহ্নিত করা হলেও বর্তমানে হবিগঞ্জের লাখাই উপজেলাকে চিহ্নিত করা হয়েছে। গোয়াইনঘাটে বেশ কয়েকটি জায়গায় গাড়ির টায়ারে পানি জমে থাকার কারণে ডেঙ্গুর লার্ভা পাওয়া যায়। এতে ওই এলাকায় ডেঙ্গু রোগী বেশি শনাক্ত হয়।

বর্তমানে হবিগঞ্জের লাখাই উপজেলার বেশকিছু গার্মেন্টস শ্রমিক অসুস্থ্ হয়ে ঢাকা থেকে চলে আসেন নিজ এলাকায়। অসুস্থ প্রায় সকলই ডেঙ্গুরোগী।

তথ্য বিশ্লেষণ করা দেখা গেছে, এখন সিলেট অঞ্চলের অনেক গ্রামেও ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। এদের অধিকাংশ রাজধানী ফেরত।

নয়া শতাব্দী/এসএ/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ