ঢাকা, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলকদ ১৪৪৫

বিক্ষোভে পুলিশ পাহারায় পিএসসি ছাড়লেন চেয়ারম্যান

প্রকাশনার সময়: ২৪ ডিসেম্বর ২০২৩, ১৮:৪৪

৪৩তম বিসিএসে নন-ক্যাডার পদ বাড়ানোর দাবিতে আন্দোলনরত চাকরিপ্রার্থীদের বিক্ষোভের মুখে পড়েছেন সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান সোহরাব হোসাইন। প্রার্থীরা তার গাড়ি আটকানোর চেষ্টা করলে পুলিশ পাহারায় পিএসসি থেকে বেরিয়ে যান তিনি।

রাজধানীর আগারগাঁওয়ে পিএসসির সামনে রোববার (২৪ ডিসেম্বর) বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। পুলিশের সহায়তায় চেয়ারম্যান বেরিয়ে যাওয়ার পর ৪টা ৫০ মিনিটের দিকে সেখান থেকে কর্মসূচি শেষ করে চলে যান আন্দোলনরতরাও।

চাকরিপ্রার্থীরা জানান, তারা শান্তিপূর্ণভাবে কর্মসূচি করছেন। নন-ক্যাডারের বিজ্ঞপ্তি দিয়ে যে পছন্দক্রম নেওয়া হয়েছে, তা বাতিল করে পুনরায় বিজ্ঞপ্তি এবং নন-ক্যাডার পদ সংখ্যা বাড়ানোর দাবি জানিয়ে আসছেন তারা। শেষপর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন করেই তারা দাবি আদায় করতে চান।

এর আগে সকাল ১০টা থেকে পিএসসির সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন তারা। কর্মসূচিতে অংশ নেওয়া আন্দোলনকারীদের অনেকে গলায় মুলা ঝুলিয়ে প্রতীকী প্রতিবাদ জানান। অনেকে কাফনের কাপড় পরে মুখে কালো কাপড় বেঁধে দাবি আদায়ে পিএসসির সামনে অবস্থান নেন।

নয়াশতাব্দী/একে

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ