ঢাকা, বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১, ৭ জিলকদ ১৪৪৫

মাহিয়া মাহির নির্বাচনী অফিসে আগুন

প্রকাশনার সময়: ৩১ ডিসেম্বর ২০২৩, ১৪:৫৬

রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের স্বতন্ত্র প্রার্থী ঢালিউড অভনেত্রী মাহিয়া মাহির নির্বাচনী অফিসে আগুন দেওয়া হয়েছে।

রোববার (৩১ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কয়েকটি ছবি শেয়ার করে এই কথা মাহি নিজেই জানিয়েছেন।

তিনি লিখেছেন, গোদাগাড়ী উপজেলার দেওপাড়া ইউনিয়ন এর ভাগাইল এর অফিসে গতকাল রাত ২ টায় আগুন দিয়েছে।

মাহির পোস্টের মন্তব্যের ঘরে এ ঘটনার প্রতিবাদ জানিয়েছেন নেটিজেনরা। কেউ লিখেছেন, যারা এই কাজ করেছে তাদের আইনের আওতায় আনা উচিত। অনেকেই জানিয়েছেন নিন্দা। দুঃখও প্রকাশ করেছেন।

এ প্রসঙ্গে সংবাদমাধ্যমকে মাহি বলেন, ‘শনিবার রাত আনুমানিক ২টার দিকে গোদাগাড়ী উপজেলার দেওপাড়া ইউনিয়নের ভাগাইল গ্রামে আমার ওই নির্বাচনি অফিসে আগুন দেয়া হয়েছে। সংশ্লিষ্ট থানায় লিখিত অভিযোগের প্রস্তুতি চলছে।’

এর আগে শুক্রবার (২৯ ডিসেম্বর) রাতে গোদাগাড়ী থানায় জিডি করেন মাহি। এরপর তিনি ভীতসন্ত্রস্ত বলে দাবি করেন। তাকে পরিকল্পিতভাবে ভোটের মাঠে হেনস্তা করার চেষ্টা করা হচ্ছে বলে উল্লেখ করেন। প্রশাসনকে বিষয়টি খেয়াল রাখার অনুরোধ জানান তিনি।

এ বিষয়ে গোদাগাড়ী মডেল থানার ওসি আব্দুল মতিন সংবাদমাধ্যমকে বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। অফিসের সামনের অংশের যে করিডোর সেখানে আগুনের আলামত পাওয়া গেছে, শুধু করিডোর অংশটুকুই পুড়েছে। প্রার্থী এখন পর্যন্ত কোনো অভিযোগ দেননি। আমরা খবর পেয়েই এসেছি, তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ