ঢাকা, রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫

ইবিতে কবিতায় মুক্তিযুদ্ধকে স্মরণ

প্রকাশনার সময়: ২১ ডিসেম্বর ২০২১, ০৪:৪৪

বিজয়ের সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) কবিতায় মুক্তিযুদ্ধকে স্মরণ করেছে ‘আবৃত্তি আবৃত্তি’ সংগঠনের সদস্যরা। সোমবার বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বরে ‘পঞ্চাশে বিজয় আবৃত্তি’ শীর্ষক অনুষ্ঠানে মুক্তিযুদ্ধভিত্তিক বিভিন্ন কবিতা পাঠ করেন তারা।

অনুষ্ঠানে আবৃত্তি আবৃত্তি’র সভাপতি নুরুল্লাহ মেহেদীর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা বিভাগের প্রফেসর ড. সাইফুল ইসলাম, পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক ড. সাজ্জাদ হোসেন, টিএসসিসির উপ রেজিস্ট্রার সুদেব কুমার দেবু।

সংগঠনটির সদস্য মাসুম আলভী ও জান্নাতুল ফেরদৌস মিরার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক হায়াতে জান্নাত, সাবেক সভাপতি আইনুন নাহার, আলমগীর অভ্র কানন, সাবেক সহ সভাপতি ওয়ারেসুন্নেসা মেমি, ঐক্যমঞ্চের আহবায়ক অনি আতিকুর রহমান এবং লণ্ঠনের সভাপতি আব্দুর রউফ।

এছাড়াও রোটার‍্যাক্ট ক্লাবের সভাপতি আখতার হোসেন আজাদ, তারুণ্যের সাবেক সাধারণ সম্পাদক সাদিয়া আফরিন খান, ইবি ডিবেটিং সোসাইটির সদস্য সচিব জান্নাতুল ফেরদৌস নীলা, ক্যাপের সেচ্ছাসেবী মরিয়ম নেছা মীম প্রমুখ।

নয়া শতাব্দী/এস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ