ঢাকা, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলকদ ১৪৪৫

জাবিতে ছাত্র ইউনিয়নের ২ নেতার বহিষ্কারাদেশ বাতিলের দাবিতে বিক্ষোভ 

প্রকাশনার সময়: ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ২১:৩৬ | আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ২১:৪০

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিকী অনুষদের দেয়ালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গ্রাফিতি মুছে ধর্ষণবিরোধী গ্রাফিতি আঁকার অভিযোগে ছাত্র ইউনিয়ন বিশ্ববিদ্যালয় সংসদের (একাংশ) সভাপতি অমর্ত্য রায় ও সাধারণ সম্পাদক ঋদ্ধ অনিন্দ্য গাঙ্গুলীকে বহিষ্কার ও রাষ্ট্রীয় আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর প্রতিবাদে ‘নিপীড়নের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ ব্যানারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে প্রগতিশীল শিক্ষার্থীরা।

রোববার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের অমর একুশে ভাস্কর্যের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি কয়েকটি সড়ক ঘুরে পরিবহন চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।

সমাবেশে বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নূর এ তামিমের সঞ্চালনায় বক্তব্য দেন ছাত্র ইউনিয়ন জাবি সংসদের (একাংশ) সহ-সভাপতি আশফার নবীন। তিনি বলেন, 'আমরা দেখতে পাচ্ছি, বিশ্ববিদ্যালয়ের মতো স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান দিনে দিনে কীভাবে ক্ষমতাসীন দলের আজ্ঞাবহ প্রতিষ্ঠানে পরিণত হচ্ছে। মতপ্রকাশ স্বাধীনভাবে না করতে পারলে, স্বাধীনভাবে ছবি আঁকাতে না পারলে গণতান্ত্রিক চর্চা হুমকির মুখে পড়ে।'

তিনি আরও বলেন, 'জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া ধর্ষণকাণ্ডের পর ‘নিপীড়নের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ যখন আন্দোলন করছে, তখন একটা মহল ষড়যন্ত্র করে দুজন শিক্ষার্থী যারা সব সময় দুর্নীতি, অন্যায়, অবিচারের বিরুদ্ধে কথা বলেন, তাদের বিরুদ্ধে মামলা করে দেয়, বহিষ্কার করে দেয়। বারবার জিজ্ঞাসা করার পরও তারা বলতে পারছে না কোন ধারা মেনে বহিষ্কার করা হয়েছে। প্রশাসন কোনোভাবেই মামলার বিষয়টি খোলাসা করছে না। কোনো নথি দিচ্ছে না।’

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ