ঢাকা, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলকদ ১৪৪৫

পণ্যবাহী ট্রাকে মাদক এলএসডি, আটক ২

প্রকাশনার সময়: ৩০ ডিসেম্বর ২০২১, ০০:১০

সাতক্ষীরা জেলার ভোমরা স্থলবন্দর এলাকায় ভারতীয় গোখাদ্য বোঝাই পণ্যবাহী ট্রাকে অভিযান চালিয়ে ২০ লাখ টাকা মূল্যের মাদক এলএসডি উদ্ধার করেছে বিজিবি। এ সময় ওই ট্রাকের চালক ও হেলপারকে আটক করা হয়েছে।

মঙ্গলবার ভোর রাতে ভোমরা স্থলবন্দরের পার্কিং ইয়ার্ডে প্রবেশের পূর্বে ভারতীয় পণ্যবাহী ওই ট্রাকে তল্লাশি চালিয়ে মাদকসহ তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, ভারতের পশ্চিমবঙ্গের কাশিপুর গ্রামের মৃত হাফিজ উদ্দীনের ছেলে ট্রাকচালক আবুল হাসান (৪৪) ও বসিরহাট মহকুমার পানিতর গ্রামের আকবর আলী মিস্ত্রীর ছেলে ট্রাক হেলাপার আলাউদ্দীন মিস্ত্রী (৩৪)।

সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ আল মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোমরা বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার আবু তাহের পাটোয়ারির নেতৃত্বে বিজিবির টহলদল সীমান্ত পিলার-৩ হতে আনুমানিক ৩০ গজ বাংলাদেশের ভেতরে স্থলবন্দর এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় তারা তল্লাশি কুকুরের সহায়তায় ভারতীয় গোখাদ্য (ভুষি) বোঝাই পণ্যবাহী ট্রাকে অভিযান চালিয়ে মাদক উদ্ধার করে।

বুধবার সকালে ভোমরা বিওপির নায়েক সুবেদার আবু তাহের বাদী হয়ে আটককৃত ভারতীয় দুই নাগরিকের বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেছেন।

কর্ণেল মাহমুদ আরও জানান, মাদকদ্রব্য ও পণ্যবাহী ট্রাক সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে।

নয়া শতাব্দী/এমআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ