ঢাকা, বৃহস্পতিবার, ৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১, ২৯ শাওয়াল ১৪৪৫

ভোটারদের টাকা দেয়ার প্রতিবাদে মাথা ফাটানোর অভিযোগ

প্রকাশনার সময়: ২৮ ডিসেম্বর ২০২১, ১৮:২৯ | আপডেট: ২৮ ডিসেম্বর ২০২১, ২০:৫৯

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার প্রার্থীর পক্ষে ভোটারদের মাঝে টাকা বিতরণের প্রতিবাদে এক ভোটারের মাথা ফাটিয়ে দেয়ার অভিযোগ উঠেছে।

সোমবার (২৭ ডিসেম্বর) রাত ১০টার দিকে উপজেলার চরআলগী ইউনিয়নের নির্বাচনে চরকামারিয়া গ্রামে এই ঘটনা ঘটেছে। ভুক্তভোগী এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। আগামী ৫ জানুয়ারী গফরগাঁও উপজেলার ১৫টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।

থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায়, চরআলগী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী রোস্তম আলীর পক্ষে ভোটারদের মাঝে টাকা বিতরণকালে স্থানীয় ভোটার হেলাল উদ্দিন (৫৭) টাকা নিতে অস্বীকার করে এই ঘটনার প্রতিবাদ জানায়। এতে উত্তেজিত হয়ে মেম্বার প্রার্থী রোস্তম আলীর নির্দেশে নিজাম উদ্দিন চরকামারিয়া গ্রামের বাসিন্দা হেলাল উদ্দিনকে পিটিয়ে মাথা ফাটিয়ে দেয়। পরে তাকে স্বজনরা উদ্ধার করে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।

আহত ভোটার হেলাল উদ্দিন বলেন, ‘সোমবার রাতে ভোটারদের মাঝে টাকা বিতরণ করায় আমি প্রতিবাদ করি। এতে ক্ষিপ্ত হয়ে মেম্বার প্রার্থীর নির্দেশে তার কর্মীরা টর্চ লাইট দিয়ে পিটিয়ে আমার মাথা ফাটিয়ে দেয়।’

তবে অভিযুক্ত মেম্বার প্রার্থী রোস্তম আলী অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমার বিরুদ্ধে প্রতিপক্ষ মিথ্যাচার করছে।’ এ ব্যাপারে গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক আহম্মেদ বলেন, ‘এ ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

নয়া শতাব্দী/এনএইচ/জেআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ