ঢাকা, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলকদ ১৪৪৫
নির্বাচনী সহিংসতা

ঠাকুরগাঁওয়ে পুলিশের গুলিতে নিহত ১

প্রকাশনার সময়: ২৬ ডিসেম্বর ২০২১, ২১:৩৬

নির্বাচনের ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে ঠাকুরগাঁওয়ে পুলিশের গুলিতে ১ জন নিহত ও ৫ জন আহত হয়েছেন।

রোববার (২৬ ডিসেম্বর) ঠাকুরগাঁও সদর উপজেলার ১৪ নং রাজাগাঁও ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের আসাননগর কাদেরিয়া ইসলামীয়া দাখিল মাদরাসা ভোটকেন্দ্রের ফলাফলকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।

সূত্র জানায়, এ সময় রাস্তা অবরোধ করে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে জনতা। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য পুলিশ গুলি ছুড়লে ঘটনাস্থলে ১ জন নিহত ও ৫ জন আহত হন। নিহত মো: হামিদুল ইসলাম (৬৫) রাজাগাঁও ইউনিয়নের আসাননগর গ্রামের মৃত তছিরউদ্দীনের ছেলে। আহতরা বর্তমানে ঠাকুরগাঁও সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঠাকুরগাঁও রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চিত্তরঞ্জন রায় বলেন, ‘ঘটনাস্থলে একজন মারা গেছে। প্রসাশন সেখানে গিয়েছে, বিস্তারিত পরে জানানো হবে।’

নয়া শতাব্দী/জেআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ