ঢাকা, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলকদ ১৪৪৫

জলঢাকায় নব-নির্বাচিত ইউপি সদস্যদের শপথ গ্রহণ

প্রকাশনার সময়: ২৭ ডিসেম্বর ২০২১, ২২:১৬

নীলফামারীর জলঢাকা উপজেলার এগারোটি ইউনিয়নের নব-নির্বাচিত ১৩২জন ইউপি সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

সোমবার (২৭ ডিসেম্বর ) বিকেল সাড়ে তিনটায় উপজেলা হলরুমে ১১টি ইউনিয়নের ৯৯ জন সাধারণ সদস্য ও ৩৩ জন সংরক্ষিত সদস্যসহ মোট ১৩২জন নব-নির্বাচিত সদস্যকে শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার মাহাবুব হাসান ।

এর আগে বিজয়ের মাসে শহীদদের মাগফেরাত কামনায় ১ মিনিট নীরবতা পালন করা হয় ও শপথ গ্রহণ অনুষ্ঠানের পর সকল নব-নির্বাচিত সদস্যদেরকে ফুল দিয়ে বরন করে নেয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার চঞ্চল কুমার ভৌমিক'র সঞ্চালনায় শপথ গ্রহণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র ইলিয়াস হোসেন বাবলু, জলঢাকা থানা অফিসার ইনচার্জ (তদন্ত) ফজলুর রহমান ও উপজেলা নির্বাচন কর্মকর্তা উজ্জল হোসেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মির তামিম হাসান আল বান্না, জেলা পরিষদ সদস্য মোশারফ হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নূর মোহাম্মদ, উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক মমিনুর রহমান মঞ্জুর, ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যানগণসহ প্রমুখ।

উল্লেখ্য, গত ২৮ নভেম্বর তৃতীয় ধাপে জলঢাকা উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়।

নয়া শতাব্দী/এস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ