ঢাকা, বৃহস্পতিবার, ৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১, ২৯ শাওয়াল ১৪৪৫

রাজশাহীর ১৫ ইউপিতে বিজয়ী হলেন যারা

প্রকাশনার সময়: ২৭ ডিসেম্বর ২০২১, ১২:৪২ | আপডেট: ২৭ ডিসেম্বর ২০২১, ১২:৪৬
রাজশাহী

রাজশাহীর ১৫ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১০টিতে আওয়ামী লীগ এবং ৫টিতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জয়লাভ করেছেন।

রোববার (২৬ ডিসেম্বর) রাতে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন উপজেলার রিটানিং অফিসার।

দুর্গাপুর উপজেলায় নির্বাচিতরা হলেন, আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতীক নিয়ে ২ নং কিসমত গণকৈড় ইউনিয়নে আবুল কালাম আজাদ, ৩ নং পানানগর ইউনিয়নে নৌকার মনোনীত আজাহার আলী খাঁ, ৫নং ঝালুকা ইউনিয়নে আকতার আলী ও ৭ নং জয়নগর ইউনিয়নে মিজানুর রহমান বিজয়ী হয়েছেন। এছাড়া দুর্গাপরে ১নং নওপাড়া ইউনিয়নে ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী শফিকুল আলম ও ৪নং দেলুয়াবাড়ী ইউনিয়নে ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী রিয়াজুল ইসলাম বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন।

রাজশাহীর বাঘায় উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে দু’টি ইউনিয়ন আওয়ামী লীগ মনোননীত প্রার্থী নির্বাচিত হন। এরমধ্যে আড়ানী ইউনিয়নে রফিকুল ইসলাম রফিক এবং চকরাজাপুর ইউপিতে বাবলু দেওয়ান নির্বাচিত হয়েছেন। একটি ইউনিয়ন বাউসায় নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী নুর মোহাম্মদ তুফান।

চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে চারঘাটে ৬টি ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের চারজন প্রার্থী বিজয়ী হয়েছেন। এ ছাড়াও দুটি ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয়ী হয়েছেন।

নির্বাচিতরা হলেন, চারঘাট সদর ইউনিয়নে আওয়ামী লীগের (নৌকা) ফজলুল হক, ভায়ালক্ষিপুর ইউনিয়নে আওয়ামী লীগের (নৌকা) আব্দুল মজিদ প্রামানিক, সরদহ ইউনিয়নে (নৌকা) হাসানুজ্জামান মধু, শলুয়া ইউনিয়নে আওয়ামী লীগের (নৌকা) আবুল কালাম আজাদ। এছাড়াও এই উপজেলার ইউসুফপুর ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম মাখন (ঘোড়া) এবং নিমপাড়া ইউনিয়নে মিজানুর রহমান (চশমা) স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন।

নয়া শতাব্দী/জিএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ