ঢাকা, বৃহস্পতিবার, ৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১, ২৯ শাওয়াল ১৪৪৫

তাঁতশিল্প রক্ষায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি

প্রকাশনার সময়: ১৫ নভেম্বর ২০২১, ২১:৫৬

ঐতিহ্যবাহী তাঁতশিল্প রক্ষায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছেন এই শিল্প সংশ্লিষ্টরা। তারা বলেছেন সুতা ও রংসহ তাঁতের সামগ্রীর অস্বাভাবিক মূল্য বৃদ্ধি এবং বিদেশি শাড়ির অবৈধভাবে আমদানির কারণে তাঁতশিল্প এখন ধ্বংসের পথে। ঐতিহ্যবাহী এই শিল্পকে বিলীনের হাত থেকে রক্ষার্থে ও তাঁতশিল্পের সঙ্গে জড়িত সকল সরঞ্জামের দাম স্থিতিশীল রাখার মাধ্যমে সিরাজগঞ্জের তাঁতশিল্পকে বাঁচিয়ে রাখতে প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ জরুরি।

সোমবার সকালে ঐতিহ্যবাহী সোহাগপুর কলেজ হাট প্রাঙ্গণে বেলকুচি হ্যান্ডলুম অ্যান্ড পাওয়ারলুম ওনার্সন অ্যাসোসিয়েশনের আয়োজনে ওই সভা অনুষ্ঠিত হয়। হ্যান্ডলুম অ্যান্ড পাওয়ারলুম ওনার্স অ্যাসোসিয়শনের সিনিয়র সহ-সভাপতি আব্দুল মজিদ খানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সাধারণ সম্পাদক বৈদ্য নাথ রায়, যুগ্ম সম্পাদক মিজবাহ্ সরকার, সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলামসহ সংগঠনের নেতৃবৃন্দ।

নয়া শতাব্দী/এম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ