ঢাকা, শনিবার, ৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫

তাড়াশে বেড়েছে গরু চুরির ঘটনা, একরাতে ২ গ্রামে চুরি

প্রকাশনার সময়: ২০ এপ্রিল ২০২৪, ১৯:৩৫

সিরাজগঞ্জের তাড়াশে বেড়েছে গরু চুরির ঘটনা। মাঝে মাঝেই গরু চুরি হয়ে হচ্ছে। শুক্রবার রাতে উপজেলার সগুনা ইউনিয়নের লালুয়া মাঝিড়া গ্রামে চারটি ও তাড়াশ পৌর শহরের থানা পাড়া এলাকায় গরু চুরির দুটি ঘটনা ঘটেছে।

শনিবার (২০ এপ্রিল) গভীর রাতে এ তাড়াশ সদর ও লালুয়া মা‌ঝিড়া গ্রা‌মে এ ঘটনা ঘটে।

চুরি যাওয়া গরুর মালিক সগুনা ইউনিয়নের লালুয়া মাঝিড়া গ্রামের কৃষক হায়দার আলী জানান, রাতে অন্যান্য দিনের মতো গরু গোয়াল ঘরে উঠিয়ে দরজায় তালা দিয়ে ঘুমিয়ে যাই। কিন্তু সকালে গরু বের করতে গেলে দেখি গোয়াল ঘরের তালা ভাঙ্গা। ঘরের ৪টি গরু কে বা কারা চুরি করে নিয়ে গেছে। ধারণা সংঘবদ্ধ কোনো চোর চক্র এ ঘটনা ঘটিয়েছে। চুরি যাওয়া চারটি গরুর আনুমানিক বাজার দাম প্রায় পাঁচ লাখ টাকা।

অপরদিকে তাড়াশ পৌর এলাকার থানা পাড়া মহল্লায় কে এম মোনায়েম হোসেনের গোয়াল ঘরের তালা ভেঙে ২টি গরু চুরি করে নিয়েছে চোর চক্র। যার আনুমানিক দাম প্রায় দুই লাখ টাকা। ভুক্তভোগী দুইজন কৃষকই তাড়াশ থানায় হাজির হয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, গরুর মালিক চুরির বিষয়ে একটি অভিযোগ করেছেন। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ