ঢাকা, শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ৮ জিলকদ ১৪৪৫

হঠাৎ অবসরে পাকিস্তানের অধিনায়ক 

প্রকাশনার সময়: ২১ মার্চ ২০২৪, ১৫:৪২

পাকিস্তান নারী দলের সাবেক অধিনায়ক জাবেরিয়া খান আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন।

বৃহস্পতিবার (২১ মার্চ) সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে ১৫ বছরের দীর্ঘ ক্যারিয়ারের ইতি টানেন তিনি।

২০০৮ সালে অভিষেকের পর সব ফরম্যাট মিলিয়ে ২২৮ আন্তর্জাতিক ম্যাচে পাকিস্তানকে প্রতিনিধিত্ব করেছেন জাবেরিয়া খান। রান করেছেন ৪৯০৩। দুটি সেঞ্চুরি ও ২৫ টি হাফসেঞ্চুরি রয়েছে তার ক্যারিয়ারে।

চারটি ওডিআই বিশ্বকাপে (২০০৯, ২০১৩, ২০১৭ ও ২০২২) এবং এখন পর্যন্ত সবকটি টি-টোয়েন্টি বিশ্বকাপের আসরে পাকিস্তান স্কোয়াডে ছিলেন।

অবসরের ঘোষণা দিয়ে জাভেরিয়া খান বলেন, আমি আমার অবসর ঘোষণা করতে চাই। তবে আমি লিগ ক্রিকেটে নিয়মিত থাকবো। আমার ক্যারিয়ারজুড়ে আমি যে অটুট সমর্থন পেয়েছি তার জন্য কৃতজ্ঞ।

আরও যোগ করেন- আমার পরিবার, সতীর্থ, পাকিস্তান ক্রিকেট বোর্ড, আমার ডিপার্টমেন্ট জেডটিবিএলকে ধন্যবাদ জানাতে চাই প্রতিটি ধাপে তাদের সমর্থন এবং নির্দেশনার জন্য এবং সমর্থকদের, যাদের প্রশংসা আমার মধ্যে সেরাটা তুলে ধরার জন্য সহায়ক ছিল।

নয়াশতাব্দী/টিএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ