ঢাকা, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলকদ ১৪৪৫

ওমরাহ পালনে ১ হাজার বিশিষ্ট ব্যক্তিকে আমন্ত্রণ সৌদি বাদশাহর

প্রকাশনার সময়: ০৫ জানুয়ারি ২০২৪, ১৯:০৫

২০২৪ সালে পবিত্র ওমরা পালনের জন্য বিশ্বের বিভিন্ন দেশ থেকে এক হাজার বিশিষ্ট মুসলিম ব্যক্তিত্বকে আমন্ত্রণ জানিয়েছেন সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যম গালফ নিউজ।

সৌদি ধর্মমন্ত্রী আব্দুল লতিফ আল শেখ বলেছেন, এক হাজার আমন্ত্রিতের মধ্যে আলেম, প্রভাবশালী ব্যক্তিত্ব এবং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকসহ বিশ্বের বিশিষ্ট অনেক মুসলিম ব্যক্তিত্ব থাকবেন।

তাদের আতিথ্য দেওয়ার প্রস্তুতি এরইমধ্যে শেষ করেছেন তারা। সৌদি বাদশাহ’র নামে নামকরণ করা ওমরা ও হজ কর্মসূচির অধীনে এ আমন্ত্রণ করা হয়েছে। যা পরিচালনা করছে সৌদি আরবের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

সৌদি বার্তা সংস্থা এসপিএ জানিয়েছে, আমন্ত্রিতদের ২৫০ জনের প্রথম দলটি বৃহস্পতিবার (৪ জানুয়ারি) থেকে সৌদি আরবে আসতে শুরু করেছেন। তারা মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এবং ফিলিপিন্সসহ এশিয়ার ১৪টি দেশ থেকে যাচ্ছেন।

ওমরা পালনের জন্য আসা মুসল্লিদের জন্য অনেক সুযোগ-সুবিধা চালু করেছে সৌদি আরব।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ