ঢাকা, বৃহস্পতিবার, ৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১, ২৯ শাওয়াল ১৪৪৫

সৌদিতে আইএস সমর্থকের মৃত্যুদণ্ড কার্যকর

প্রকাশনার সময়: ২৮ ডিসেম্বর ২০২১, ০৭:০৬

সৌদি আরবে আইএসের এক সমর্থকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় গতকাল সোমবার এ তথ্য নিশ্চিত করেছে। খবর এএফপি

আইএস সমর্থিত ওই ব্যক্তি ইয়েমেনের নাগরিক বলে খবরে বলা হয়েছে। তার বিরুদ্ধে আত্মঘাতী হামলা চালানোর পরিকল্পনা করার অভিযোগ ছিল। প্রসঙ্গত সৌদি আরব বিশ্বে মৃত্যুদণ্ড কার্যকরের দিক থেকে শীর্ষে রয়েছে।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে আইএসের স্থানীয় পরিচয় দায়েশ উল্লেখ করে বলা হয়েছে, ইয়েমেনের নাগরিক মোহাম্মদ আল-সাদ্দাম সন্ত্রাসী সংগঠন দায়েশের নির্দেশনা অনুযায়ী জনসমাগমপূর্ণ এলাকায় বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলা চালানোর পরিকল্পনা করেছিলেন।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ওই ব্যক্তি আইএসের প্রতি আনুগত্যের অঙ্গীকার এবং বিস্ফোরক বেল্ট ব্যবহার করে আত্মঘাতী হামলার পরিকল্পনা করেছিলেন। তবে কোন ঘটনায় এবং কখন তাকে গ্রেপ্তার করা হয়েছিল সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

নয়া শতাব্দী/এম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ