ঢাকা, শুক্রবার, ৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫

নারীদের ভ্রমণে তালেবানের নিষেধাজ্ঞা, তবে...

প্রকাশনার সময়: ২৭ ডিসেম্বর ২০২১, ০৫:২৫

এবার আফগান নারীদের ভ্রমণের ওপর অন্যরকম নিষেধাজ্ঞা আরোপ করেছে তালেবান সরকার। রোববার তালেবান কর্তৃপক্ষ জানিয়েছে, যেসব নারী দূরে কোথাও ভ্রমণ করতে চায় তাদের অবশ্যই কাছের কোন পুরুষ আত্মীয় থাকতে হবে। অন্যথায় তাদের পরিবহন সেবা দেয়া হবে না।

আফগানিস্তানের নীতি প্রচার ও অন্যায় প্রতিরোধবিষয়ক মন্ত্রণালয় জারি করা নির্দেশিকায় সব গাড়ির মালিককে শুধু হিজাব পরা নারীদের ওঠানোর কথা বলা হয়েছে।

মন্ত্রণালয়ের মুখপাত্র সাদেক আকিফ মুহাজির বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, ‘৭২ কিলোমিটারের বেশি দূরত্বে ভ্রমণকারী নারীদের সঙ্গে পরিবারের ঘনিষ্ঠ কোনো সদস্য না থাকলে তাকে গাড়িতে (গণপরিবহন) নেয়া উচিত হবে না। পরিবারের এই সদস্য পুরুষ হতে হবে বলে জানান তিনি।

এর আগে আফগানিস্তানের টেলিভিশন চ্যানেলগুলোতে নারী অভিনীত নাটক ও বিজ্ঞাপন প্রচার বন্ধের নির্দেশ দিয়েছিল মন্ত্রণালয়। এ ছাড়া সংবাদ পাঠের সময় নারী সাংবাদিকদের হিজাব পরার নির্দেশ দেয়া হয়েছিল।

নয়া শতাব্দী/এমআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ